আজ সর্বনিম্ন তাপমাত্রা দিনাজপুরে ৫.৭ ডিগ্রি সেলসিয়াস

দিনাজপুর-পাবর্তীপুর সড়ক থেকে গতকাল রোববার তোলা ছবি। ছবি: স্টার

সোমবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দিনাজপুরে ৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

দিনাজপুর আবহাওয়া অফিসের ইনচার্জ আসাদুজ্জামান দ্য ডেইলি স্টারকে জানান, আজ সকাল ৬টায় তাপমাত্রা ৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। কিন্তু সকাল ৯টায় তাপমাত্রা নেমে ৫ দশমিক ৭ এ চলে আসে।  যা এখন পর্যন্ত দেশে সর্বনিম্ন।

দিনাজপুর আবহাওয়া অফিস জানায় গতকাল রোববার দিনাজপুরে তাপমাত্রা ছিল ৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

দিনাজপুরের সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ থাকলেও আজ মাধ্যমিক বিদ্যালয় খোলা আছে।

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় আজ তাপমাত্রা ৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করার পর পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ জানান, গতকাল তাপমাত্রা ছিল ৫ ডিগ্রি সেলসিয়াস, যা গত চার বছরের মধ্যে দেশের মধ্যে সর্বনিম্ন রেকর্ড।

Comments

The Daily Star  | English
Motorcycle sales in the last 6 years

Motorcycle sales hit five-year low

Interestingly, the premium motorcycle segment bucked the trend, showing significant growth in 2024.

12h ago