নবাবপুর রোডে আল-আরাফাহ ইসলামী ব্যাংকে অগ্নিকাণ্ড

নবাবপুরে আল-আরাফাহ ইসলামী ব্যাংকে অগ্নিকাণ্ড
রোববার দিনগত রাত ১টা ৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। ছবি: সংগৃহীত

রাজধানীর গুলিস্তানের নবাবপুর রোডে আল-আরাফাহ ইসলামী ব্যাংকে অগ্নিকাণ্ড ঘটেছে।

রোববার দিনগত রাত ১২টা ৫৫ মিনিটে এই আগুন ধরে, যা নিয়ন্ত্রণে আসে ১টা ৫৫ মিনিটে।

বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম জানান, নবাবপুর রোডের একটি চারতলা ভবনের দ্বিতীয়তলায় আল-আরাফাহ ইসলামী ব্যাংকে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের কর্মীরা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।

এই ঘটনায় কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি বলেও জানান তিনি।

Comments