গুলিস্তানে বাসচাপায় ব্যবসায়ী নিহত
রাজধানীর গুলিস্তানে বাসচাপায় এক কাপড় ব্যবসায়ী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার বিকেল ৪টার দিকে ফুলবাড়িয়া বিআরটিসি বাস টার্মিনালের পাশে এ দুর্ঘটনা ঘটে।
বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মইনুল ইসলাম দ্য ডেইলি স্টারকে দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছেন।
নিহত ইউনুস শিকদারের (৪৯) বাড়ি মাদারীপুরের রাজৈর উপজেলার কিসমদ্দি বাজিতপুর গ্রামে। এলাকায় তার কাপড়ের দোকান আছে।
দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে সেখানে সন্ধ্যা ৬টার দিকে তার মৃত্যু হয়।
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া দ্য ডেইলি স্টারকে জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে। বংশাল থানা এ বিষয়ে ব্যবস্থা নিচ্ছে।
তাকে হাসপাতালে নিয়ে যায় পথচারী মো. সাগর ডেইলি স্টারকে জানান, বিকেলে ফুলবাড়িয়া বিআরটিসি বাস টার্মিনালের পাশে রাস্তা পার হওয়ার সময় ভিক্টর পরিবহনের একটি বাস ইউনুসকে চাপা দেয়। বাসের নিচ থেকে তাকে বের করে তিনি ঢাকা মেডিকেলে নিয়ে যান।
দুর্ঘটনার খবর পেয়ে হাসপাতালে যান নিহত ইউনুসের ছোটভাই কিতাবুল শিকদার। তিনি ডেইলি স্টারকে জানান, গ্রামে ইউনুসের কাপড়ের দোকান আছে। তিনি এলাকা থেকে ঢাকায় আসতেন গুলিস্তান এলাকা থেকে মালামাল কিনতে।
বিকেলে টেলিফোনে তিনি ভাইয়ের দুর্ঘটনার খবর পেয়েছেন।
বাসটি জব্দ করা হয়েছে এবং চালককে আটক করা হয়েছে বলে জানান ওসি মইনুল।
Comments