দাম বাড়ানোর ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে কমল স্বর্ণের দাম

বাজুস, বাংলাদেশ জুয়েলার্স সমিতি, স্বর্ণ,
রয়টার্স ফাইল ফটো

দেশের বাজারে স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ৭৪৯ টাকা কমিয়ে ১ লাখ ১০ হাজার ৬৯১ টাকা করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

গতকাল ২২ ক্যারেটের স্বর্ণের দাম সর্বকালের সর্বোচ্চ ১ লাখ ১২ হাজার ৪৪০ টাকা বাড়ানোর ২৪ ঘণ্টার মধ্যে আবার দাম কমানো হলো।

বাজুস জানিয়েছে, গতকাল স্থানীয় বাজারে খাঁটি স্বর্ণের দাম বাড়লেও আজ তা কমেছে।

বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সম্পর্কিত স্থায়ী কমিটি গতকাল ও আজ একটি করে বৈঠক করে স্বর্ণসহ মূল্যবান ধাতুর দাম বাড়ানো ও কমানোর সিদ্ধান্ত নিয়েছে।

এর আগে, গত বছরের জুলাই মাসে বাংলাদেশে প্রথমবারের মতো স্বর্ণের দাম ভরিপ্রতি ১ লাখ টাকা ছাড়ায়।

গত বছরের ২৯ নভেম্বর স্বর্ণের দাম নতুন মাইলফলক ছুঁয়েছিল। বাজুস তখন প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করেছিল ১ লাখ ৯ হাজার টাকার বেশি।

দেশে স্বর্ণের বার্ষিক চাহিদা ২০-৪০ টন। চাহিদার প্রায় ৮০ শতাংশই আসে চোরাচালানের মাধ্যমে। আন্তর্জাতিক বাজারে দামের ওঠানামা ও অভ্যন্তরীণ বাজারে অস্থিরতার কারণে প্রায়ই স্বর্ণের দাম ওঠানামা করে।

আমদানি নিরুৎসাহিত এবং বৈদেশিক মুদ্রা সাশ্রয়ের লক্ষ্যে গত বছরের আগস্টে বাংলাদেশ ব্যাংক স্বর্ণের এলসিতে ১০০ শতাংশ মার্জিন রাখা বাধ্যতামূলক করে।

Comments

The Daily Star  | English

ICT investigators submit report against Hasina, 2 others

The charges stem from the violent crackdown during the July 2024 mass uprising

1h ago