চট্টগ্রাম বিমানবন্দরে ১.৬২ কেজি স্বর্ণসহ যাত্রী আটক

জব্দকৃত স্বর্ণ। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে চার্জার লাইটের ভেতর থেকে এক কেজি ৬২০ গ্রাম ওজনের স্বর্ণ উদ্ধার করা হয়েছে, যার বর্তমান বাজারমূল্য এক কোটি ৬২ লাখ টাকা।

আজ বুধবার সকালে চট্টগ্রাম কাস্টম হাউসের কর্মকর্তারা এই স্বর্ণ উদ্ধার করেন।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম কাস্টম হাউসের সহকারী কমিশনার আলিফ রহমান নির্ভুল জানান, এই ঘটনায় সংযুক্ত আরব আমিরাত থেকে আসা যাত্রী জাহাঙ্গীর আলমকে আটক করেছে কর্মকর্তারা।

তিনি আরও জানান, জাহাঙ্গীর ফ্লাইদুবাইয়ের একটি ফ্লাইটে করে সকাল সাড়ে আটটায় চট্টগ্রাম বিমানবন্দর অবতরণ করেন। তার আচরণ সন্দেহজনক মনে হলে তল্লাশি করে তার সঙ্গে থাকা একটি চার্জার লাইট থেকে এসব স্বর্ণ উদ্ধার করা হয়। এসব স্বর্ণ বিশেষভাবে লুকিয়ে ব্যাটারির পরিবর্তে আনা হয়েছিল।

'জব্দকৃত স্বর্ণ বাংলাদেশ ব্যাংকের কোষাগারে জমা দেওয়া হবে এবং আটক ব্যক্তির বিরুদ্ধে শুল্ক আইনে বিভাগীয় মামলা দায়ের করা হবে', বলেন তিনি।

Comments

The Daily Star  | English

Jamaat rally begins at Suhrawardy Udyan with cultural programme

The first phase of Bangladesh Jamaat-e-Islami's rally at the historic Suhrawardy Udyan in Dhaka began this morning with a cultural programme

1h ago