ঝিনাইদহে চোরাকারবারিদের ২ গ্রুপের গোলাগুলি, নিহত ২

স্টার অনলাইন গ্রাফিক্স

ঝিনাইদহের মহেশপুরে চোরাকারবারিদের দুই গ্রুপের মধ্যে গোলাগুলিতে দুইজন নিহত হয়েছেন। 

আজ বুধবার বিকেলে উপজেলার নেপা ইউনিয়নের বাঘাডাঙ্গার কল্যাণপাড়ায় এ ঘটনা ঘটে।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

লেনদেনকে কেন্দ্র করে চোরাকারবারিদের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয় বলে পুলিশ জানিয়েছে।

নিহতরা হলেন-ওই এলাকার শামিম হোসেন ও মন্টু মিয়া। 

স্থানীয়রা জানায়, লেনদেন নিয়ে দুই মাস আগে দুই স্বর্ণ চোরাকারবারি শামিম ও তরিকুলের মধ্যে মারামারি হয়। ওই ঘটনার জেরে আজ বিকেলে শামিম দলবল নিয়ে তরিকুলের বাড়িতে হামলা চালায়। 

এ সময় তরিকুল পিস্তল দিয়ে গুলি ছুঁড়লে শামিম গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে নিহত হন। গুলিবিদ্ধ মন্টুকে উদ্ধার করে পার্শ্ববর্তী জীবননগর হাসপাতালে নিলে সেখানে তার মৃত্যু হয়।

ওসি মাহাবুবুর রহমান জানান, 'চোরাকারবারিদের এ দুই পক্ষের বিরুদ্ধেই থানায় মামলা আছে।'

এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। তরিকুল পলাতক আছেন বলে জানান তিনি।
 

Comments

The Daily Star  | English
Bangladesh-India relations

The Indian media and Bangladesh-India relations

The bilateral relationship must be based on a "win-win" policy, rooted in mutual respect, non-hegemony, and the pursuit of shared prosperity and deeper understanding.

18h ago