চাঁপাইনবাবগঞ্জ

চোরাকারবারির ফেলে যাওয়া বস্তা থেকে ৫ কেজি হেরোইন জব্দ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় চোরাকারবারির ফেলে যাওয়া বস্তা থেকে ৫ কেজি হেরোইন জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি।
চাঁপাইনবাবগঞ্জ
স্টার অনলাইন গ্রাফিক্স

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় চোরাকারবারির ফেলে যাওয়া বস্তা থেকে ৫ কেজি হেরোইন জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

উপজেলার সোনামসজিদ তহাখানা এলাকায় বুধবার রাতে অভিযান চালিয়ে ওই হেরোইন জব্দ করা হয়।

৫৯ রহনপুর বিজিবির অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া আজ বৃহস্পতিবার দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বুধবার রাত পৌনে ৯টার দিকে বিজিবির একটি টহল দল সোনামসজিদ বিওপির অধীন তহাখানা এলাকায় যায়। বিজিবিকে দেখে একটি মোটরসাইকেলের ২ আরোহী একটি বস্তা ফেলে পালিয়ে যায়।

বিজিবির সদস্যরা ওই বস্তা থেকে ৫ কেজি হেরোইন উদ্ধার করে। ফেলে যাওয়া মোটরসাইকেলটিও জব্দ করা হয়।

এ ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি বলে জানান বিজিবি কর্মকর্তা গোলাম কিবরিয়া।

Comments