এ বছর প্রায় ১ কোটি ৩ লাখ গাড়ি উৎপাদনের লক্ষ্য টয়োটার
টয়োটা মোটর ২০২৪ সালে বিশ্বব্যাপী প্রায় ১ কোটি ৩ লাখ গাড়ি উৎপাদনের পরিকল্পনা করেছে। নিক্কেইয়ের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
নিক্কেইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, হাইব্রিড গাড়ির চাহিদা ও বিক্রি বাড়ায় টয়োটা উৎপাদন বাড়ানোর প্রস্তুতি নিচ্ছে।
প্রতিবেদনে বলা হয়, এ বছরের ডিসেম্বর পর্যন্ত বিশ্বের বৃহত্তম গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটি জাপানে ৩ দশমিক ৪ মিলিয়ন ও বিদেশে ৬ দশমিক ৯ মিলিয়ন গাড়ি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। এর মধ্যে বিলাসবহুল লেক্সাস ব্র্যান্ডও আছে।
নিক্কেই জানিয়েছে, টয়োটা বার্ষিক ১০ দশমিক ৫ মিলিয়নের বেশি গাড়ি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করবে। কোম্পানিটি ২০২৪ সালে প্রায় ২ লাখ ৫০ হাজার গাড়ি এবং ২০২৫ সালে ৬ লাখ বৈদ্যুতিক গাড়ি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করবে।
২০২৩ সালের প্রথম ১১ মাসে টয়োটা ৯ দশমিক ২ মিলিয়ন গাড়ি উৎপাদন করেছিল। এই সময়ের মধ্যে বিশ্বব্যাপী বিক্রি হওয়া গাড়িগুলোর প্রায় এক তৃতীয়াংশ ছিল পেট্রল-বৈদ্যুতিক হাইব্রিড গাড়ি।
Comments