কক্সবাজারের কলাতলীতে পাহাড় কাটা বন্ধ করল ভ্রাম্যমাণ আদালত

কক্সবাজারের কলাতলীতে অভিযান চালিয়ে পাহাড় কাটা বন্ধ করেছে ভ্রাম্যমাণ আদালত। ছবি: সংগৃহীত

কয়েকদিন ধরে কক্সবাজারের প্রাণকেন্দ্র কলাতলী এলাকায় দিবালোকে পাহাড় কাটা চলছিল।

খবর পেয়ে উপজেলা প্রশাসনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত আজ বিকেলে কলাতলীর সৈকতপাড়া এলাকায় অভিযান চালিয়ে পাহাড় কাটা বন্ধ করে।

অভিযানে নেতৃত্ব দেওয়া সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সম্রাট খীসা বলেন, পাহাড়ের বিস্তীর্ণ এলাকা ইতোমধ্যে কেটে ফেলা হয়েছে এবং এ বিষয়ে একটি মামলা দায়ের করা হয়েছে।

পাহাড় কাটার সঙ্গে জড়িত ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব কক্সবাজারের (টুয়াক) সম্পাদক নুরুল কবির পাশার বিরুদ্ধে মামলা করা হয়েছে বলে জানান ইউএনও।

কক্সবাজার পরিবেশ অধিদপ্তরের (ডিওই) সূত্র জানায়, কক্সবাজার পরিবেশ আদালতের স্পেশাল ম্যাজিস্ট্রেট ও সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আসাদ উদ্দিন মো. আসিফ স্বপ্রণোদিত হয়ে পাশার বিরুদ্ধে মামলা করেন।

অভিযানে কক্সবাজার পরিবেশ অধিদপ্তর, পুলিশ ও আনসার সদস্যরা অংশ নেয়।

অভিযানে পাহাড় কাটার কিছু উপকরণ জব্দ করা হয় এবং অভিযান শেষে এলাকাটি সিলগালা করা হয় বলে জানান ইউএনও।

Comments

The Daily Star  | English

Public admin reform commission proposes Dhaka city govt

It also remanded dividing Bangladesh into four provinces

Now