ঘন কুয়াশায় কলকাতায় ডাইভার্ট, সকালে শাহজালালে অবতরণ বিমানের ২ ফ্লাইট

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। ফাইল ছবি

ঘন কুয়াশার কারণে গতরাতে কলকাতা বিমানবন্দরে ডাইভার্ট করা দুটি যাত্রীবাহী বিমান ফ্লাইট আজ সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম আজ রোববার এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, গতকাল রাত ৮টা ২০ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঘন কুয়াশার জন্য দুটি যাত্রীবাহী বিমান ফ্লাইট ডাইভার্ট হয়ে কলকাতা বিমানবন্দরে অবতরণ করে। পরবর্তীতে আজ সকাল ৯টা ৩০ মিনিটের পর ডাইভার্ট ফ্লাইটগুলো হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাভাবিকভাবে ফিরে আসা শুরু করে।

এদিকে, সৈয়দপুর বিমানবন্দর আবহাওয়া অফিসের ইনচার্জ লোকমান হোসেন ডেইলি স্টারকে বলেন, 'আজ সকালে দৃষ্টিসীমা ২০০ মিটার থাকায় উড়োজাহাজ চলাচল বন্ধ রয়েছে। প্রথম ফ্লাইট সকাল সাড়ে ৯টায় ল্যান্ড করার কথা ছিল।'

তিনি বলেন, 'গতকাল পাঁচ ঘণ্টা ডিলে ছিল ফ্লাইট চলাচল। দুপুর আড়াইটায় চালু হয়েছিল। পরিস্থিতির উন্নতি হলে আবার উড়োজাহাজ চলাচল স্বাভাবিক হবে।'

Comments

The Daily Star  | English

‘No room for politics under AL name, ideology’

Nahid Islam, current adviser to the interim government, sat down with The Daily Star for a conversation on the nation's most pressing challenges and the path ahead.

12h ago