রমজানে ৮ পণ্য আমদানিতে বিলম্বে বিল পরিশোধের সুবিধা

রমজান মাস, আমদানি, রোযা কবে শুরু, রোযার মাস, ইফতার,
রাজধানী ঢাকা একটি মুদি দোকানের দৃশ্য। স্টার ফাইল ফটো

পবিত্র রমজান মাসকে সামনে রেখে আটটি পণ্য আমদানিতে বিলম্বে বিল পরিশোধের অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এসব পণ্য ৯০ দিনের সাপ্লায়ার্স বা বায়ার্স ক্রেডিটের আওতায় আমদানি করা যাবে।

এই পণ্যগুলো হলো- ভোজ্যতেল, ছোলা, ডাল, মটর, পেঁয়াজ, মসলা, চিনি ও খেজুর।

আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, আমদানি লেনদেন সহজ করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং চলতি বছরের ৩১ মার্চ প্রযোজ্য হবে।

কেন্দ্রীয় ব্যাংকের এই সিদ্ধান্ত আমদানিকারকদের এসব পণ্য আমদানিতে সহায়তা করবে। কারণ, রমজানের আগে এসব পণ্যের চাহিদা বাড়ে।

গত বছরও চার মাসের জন্য একই সুবিধা দিয়েছিল কেন্দ্রীয় ব্যাংক।

Comments

The Daily Star  | English

Protests disrupt city life, again

Protests blocking major thoroughfares in Karwan Bazar and Shahbagh left the capital largely paralysed

1h ago