রমজানে পণ্য আমদানিতে শুল্ক মওকুফের বিষয়টি বিবেচনা করছে এনবিআর

রমজান মাস, বাণিজ্য মন্ত্রণালয়, জাতীয় রাজস্ব বোর্ড, এনবিআর, শুল্ক মওকুফ, রমজানে পণ্য আমদানি,
এনবিআরের সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলন। ছবি: আসাদুজ্জামান

পবিত্র রমজান মাসে পণ্যের দাম স্থিতিশীল রাখতে বাণিজ্য মন্ত্রণালয়ের সুপারিশ অনুযায়ী আমদানি পণ্যের ওপর শুল্ক মওকুফের বিষয়ে বিবেচনা করছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

আজ বৃহস্পতিকার রাজধানীর আগারগাঁওয়ে এনবিআরের সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এনবিআর চেয়ারম্যান আবু হেনা রহমাতুল মুনীম বলেন, 'আমরা একটি প্রস্তাব পেয়েছি। এটি নিয়ে কাজ করছি।'

তবে, তিনি কোনো পণ্যের তালিকা প্রকাশ করেননি।

গত সোমবার বাণিজ্য মন্ত্রণালয় রমজান মাসে বাজারের পর্যাপ্ত সরবরাহ ও দাম স্থিতিশীল রাখতে ভোজ্যতেল, চিনি ও খেজুরের আমদানি শুল্ক মওকুফের দাবি জানিয়েছে।

আবু হেনা রহমাতুল মুনীম বলেন, আগামীকাল এনবিআর যথাযথভাবে আন্তর্জাতিক শুল্ক দিবস পালন করবে।

অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর উপস্থিত থাকার কথা আছে।

Comments