কুমিল্লা ৭: আগে থেকে নৌকায় সিল মেরে রাখার অভিযোগ, ভিডিও ভাইরাল

কুমিল্লা ৭ আসনের একটি কেন্দ্রে আগে থেকে নৌকায় সিল মেরে রাখার অভিযোগের ভিডিও ভাইরাল হয়েছে। ছবি: ভিডিও থেকে স্ক্রিণশট
কুমিল্লা ৭ আসনের একটি কেন্দ্রে আগে থেকে নৌকায় সিল মেরে রাখার অভিযোগের ভিডিও ভাইরাল হয়েছে। ছবি: ভিডিও থেকে স্ক্রিণশট

কুমিল্লার চান্দিনায় কিছু কেন্দ্রে আগে থেকেই নৌকায় সিল মেরে রাখার ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। 

কুমিল্লা ৭ (চান্দিনা) আসনের স্বতন্ত্র প্রার্থী মুনতাকিম আশরাফ টিটু অভিযোগ করেন, নবাবপুর স্কুলে নৌকার সিল মারা ব্যালট পাওয়া গেছে। 

চান্দিনার বিভিন্ন কেন্দ্র থেকে তার নির্বাচনী মার্কা ঈগলের এজেন্টদের বের করে দেওয়া হয়েছে বলে তিনি অভিযোগ করেন। প্রশাসন কোন কথা শুনছে না বলেও জানান টিটু।  

কুমিল্লা ৭ আসনের একটি কেন্দ্রে আগে থেকে নৌকায় সিল মেরে রাখার অভিযোগের ভিডিও ভাইরাল হয়েছে। ছবি: ভিডিও থেকে স্ক্রিণশট
কুমিল্লা ৭ আসনের একটি কেন্দ্রে আগে থেকে নৌকায় সিল মেরে রাখার অভিযোগের ভিডিও ভাইরাল হয়েছে। ছবি: ভিডিও থেকে স্ক্রিণশট

এ অভিযোগের বিষয়ে বিস্তারিত জানতে চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ সঞ্জুর মোরশেদের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলেও তিনি কল রিসিভ করেননি।

এই আসনের সহকারী রিটার্নিং অফিসার জাবের মোহাম্মদ সোহাইব দ্য ডেইলি ষ্টারকে জানান, ইতোমধ্যে নবাবপুর কেন্দ্রে নৌকার সিল মারা ব্যালটগুলো বাতিল করা হয়েছে।

 

Comments

The Daily Star  | English

White paper on economy to be submitted on Sunday: Debapriya

The outcomes of the white paper will also be shared with the media on Monday

1h ago