কুমিল্লা

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের ভিডিও প্রকাশ, সাংবাদিকের ওপর হামলা বাহারের সমর্থকদের

কুমিল্লা
স্টার ডিজিটাল গ্রাফিক্স

'নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের ভিডিও প্রকাশ' করায় কুমিল্লা-৬ আসনের নৌকার প্রার্থী বাহাউদ্দীন বাহারের সমর্থকদের হামলার শিকার হয়েছেন বেসরকারি টেলিভিশন একাত্তর টিভির সাংবাদিক কাজি এনামুল হক ফারুক ও ক্যামেরা পার্সন সাইদুর রহমান।

আজ বুধবার সকাল ১১টায় এ কুমিল্লা স্টেডিয়ামে ৭১ টিভির সরাসরি সম্প্রচারের প্রস্তুতিকালে এ ঘটনা ঘটে।

সাংবাদিক কাজি এনামুল হক ফারুক জানান, কুমিল্লা স্টেডিয়ামে ৭১ টিভির লাইভ প্রস্তুতিকালে কুমিল্লা-৬ আসনের এমপি আকম বাহাউদ্দীন ও তার লোকজন স্টেডিয়ামে ঢোকার পর সাংবাদিক কাজি এনামুল হক ফারুককে দেখে তার কাছে ভিডিও প্রকাশের কারণ জানতে চেয়ে ধমকাতে থাকেন। সেসময়ে উপস্থিত লোকজন ফারুককে পাশের একটি দোকানে সরিয়ে দেয়, একইসময়ে এমপির ব্যক্তিগত সহকারী ও সমর্থকরা ক্যামেরাপার্সন সাইদুর রহমানের ওপর হামলা করে।

তারা ক্যামেরাপার্সন সাইদুরের মুখে ও মাথায় কিল-ঘুসি মেরেছে বলে জানান তিনি।

এ বিষয়ে জানতে এমপি বাহাউদ্দিনের মোবাইলে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি।

উল্লেখ্য, নির্বাচনে কারো পক্ষে কাজ করলে বিএনপি ও জামায়াত কর্মীর 'হাত-ঠ্যাং ভেঙে' দেওয়ার হুমকি দিচ্ছেন বাহাউদ্দীন—এমন একটি বক্তব্যের ভিডিও প্রকাশের পর তাকে কারণ দর্শানো নোটিশ (শোকজ) দিয়েছে নির্বাচন অনুসন্ধান কমিটি। চিঠিতে ২৪ ডিসেম্বর সংসদ সদস্য বাহারকে অনুসন্ধান কমিটির চেয়ারম্যানের কার্যালয়ে সশরীরে অথবা প্রতিনিধির মাধ্যমে লিখিত ব্যাখ্যা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

Comments

The Daily Star  | English

A unique approach to looking at the future

This is the first instalment of a three-part series based on a foresight analysis centred on Bangladesh’s transition.

1h ago