দিনশেষে ভোটার উপস্থিতি ভালো হবে, প্রত্যাশা পররাষ্ট্র সচিবের

দিনশেষে ভোটার উপস্থিতি ভালো হবে, প্রত্যাশা পররাষ্ট্র সচিবের
পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মাসুদ বিন মোমেন | ছবি: টেলিভিশন থেকে নেওয়া

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের শুরুর প্রথম ঘণ্টায় অনেক কেন্দ্রে ভোটার উপস্থিতি কম থাকলেও দিনশেষে উল্লেখযোগ্য সংখ্যক ভোট পড়বে বলে আশাবাদ ব্যক্ত করেছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।

আজ রোববার সকালে তেজগাঁও কলেজ কেন্দ্রে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

নির্বাচনে যদি জনগণের অংশগ্রহণ কম হয়, অর্থাৎ ভোট যদি কম পড়ে সে ক্ষেত্রে আন্তর্জাতিক মহলে প্রশ্নবিদ্ধ হতে পারে কি না জানতে চাইলে পররাষ্ট্র সচিব বলেন, 'সেটা তাদের বিবেচনার বিষয়। আমরা যেটা দেখছি, প্রচুর বাধা, প্রচুর গণসংযোগ করা হয়েছে মানুষ যাতে ভোট না দেয়। সেটাও আছে।

'আমি মনে করি যে, বাংলাদেশের মানুষ যদি রাজনৈতিকভাবে সচেতন থাকে অনেক, তাহলে এটা একটা নাগরিক অধিকার; আমরা কাকে ভোট দেবো সেটা বিবেচ্য বিষয় নয়। প্রক্রিয়াটাতে অংশগ্রহণ করা, দিনশেষে মানুষ সেটার প্রতিফলন ঘটাবে,' বলেন তিনি।

মাসুদ বিন মোমেন বলেন, 'জনগণ ও আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি...যদি হেলদি একটা টার্ন আউট হয় তাহলে সেটা নিশ্চয়ই এই নির্বাচনের পক্ষে যাবে। গ্রহণযোগ্যতার পক্ষে যাবে। দেখা যাক, এখনই জাজমেন্ট দেওয়ার সময় আসেনি।'

কতজন বিদেশি পর্যটক এসেছেন জানতে চাইলে তিনি বলেন, 'শেষ পর্যন্ত ১২৭ এর মতো। কিছু কম-বেশি হতে পারে। শেষ মুহূর্তে কেউ হয়তো ফ্লাইট মিস করেছে, অনেকে হয়তো নিশ্চিত করে আসেননি। আবার অনেকে হয়তো এসে গেছে, আমাদের কাছে পুরোপুরি তথ্য নেই।'

বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুনের ঘটনায় বন্ধুরাষ্ট্রগুলো উদ্বেগ প্রকাশ করেছে কি না জানতে চাইলে তিনি বলেন, 'আনুষ্ঠানিকভাবে আমি এখনো দেখিনি। তবে আমার সঙ্গে যারা দেখা করেছেন, জাপানের টিম কাল দেখা করেছে, রাশিয়া, ভারত—এখানে যারা এসেছেন সেই টিমগুলো, তারা সবাই তাদের উদ্বেগ প্রকাশ করেছে।

'কারও কাম্য নয়, একটি প্রাণ ঝরে যাক। সেখানে যেভাবে প্রাণগুলো ঝরে গেল এটা খুবই দুঃখজনক,' যোগ করেন তিনি।

Comments

The Daily Star  | English
FY26 Bangladesh budget subsidy allocation 2025-26

FY26 Budget: Subsidy spending to hold steady

The budget for fiscal 2025-26 is likely to be smaller than the current year’s outlay, but subsidy spending is expected to remain almost unchanged at Tk 1,15,741 crore.

9h ago