খাগড়াছড়ির ১৯৬ ভোটকেন্দ্রের ৮৫টি ঝুঁকিপূর্ণ

খাগড়াছড়ি
খাগড়াছড়ির বিভিন্ন ভোটকেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়েছে আজ। ছবি: সংগৃহীত

দ্বাদশ সংসদ নির্বাচনে খাগড়াছড়ি জেলার ৮৫টি ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে প্রশাসন।

জেলার অতিরিক্ত জেলা প্রশাসক মো. নজরুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

এ জেলায় স্থায়ী ও অস্থায়ী মোট ভোটকেন্দ্রের সংখ্যা ১৯৬টি ও ভোটকক্ষ ১ হাজার ১১৬টি। 

এ আসনের মোট ভোটার ৫ লাখ ১৫ হাজার ৪১৭ জন। 

খাগড়াছড়িতে এবারের নির্বাচনে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, তৃণমূল বিএনপি, ন্যাশনাল পিপলস পার্টির মোট ৪ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

খাগড়াছড়ির দুর্গম এলাকাগুলোতে ইতোমধ্যে নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়েছে।

আজ দুপুরে জেলা পুলিশ সুপার মুক্তা ধর দ্য ডেইলি স্টারকে জানান, ইতোমধ্যে লক্ষীছড়ি উপজেলার দুটি কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছে দেওয়া হয়েছে। দীঘিনালা উপজেলার একটি কেন্দ্রে বিকেলে পৌঁছে দেওয়া হবে। 

পুলিশের ১ হাজার ২০০ সদস্য মাঠপর্যায়ে নির্বাচনী দায়িত্ব পালন করছে বলে জানান তিনি।

জেলার রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান ডেইলি স্টারকে জানান, খাগড়াছড়ির সংসদীয় আসনের ১৯৬টি ভোটকেন্দ্রের মধ্যে ৮৫টি অতি ঝুঁকিপূর্ণ। 
নির্বাচন সুষ্ঠু করতে ভোটের মাঠে ১৭ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ৩ হাজার ৩৭৩ সেনা এবং বিজিবি, র‌্যাব ও আনসার সদস্যরা নিয়োজিত আছেন।

এদিকে, রাঙ্গামাটির ২১৩টি ভোটকেন্দ্রের মধ্যে ১৯৫টি কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়েছে আজ শনিবার।

এর আগে বুধবার ও বৃহস্পতিবার দুর্গম ১৮টি ভোটকেন্দ্রে হেলিকপ্টারে নির্বাচনী কর্মকর্তা ও ব্যালট পেপারসহ যাবতীয় সরঞ্জাম পাঠানো হয়।

জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, রাঙ্গামাটির মোট ভোটার ৪ লাখ ৭৪ হাজার ৩৫৪ জন। 

Comments

The Daily Star  | English

Interest payments, subsidies soak up almost half of budget

Interest payments and subsidies have absorbed nearly half of Bangladesh’s total budget expenditure in the first seven months of the current fiscal year, underscoring growing fiscal stress and raising concerns over public finances.

2h ago