কিছু অনিয়মের অভিযোগ ছাড়া বাংলাদেশের নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে: জাপান

জাপান বাংলাদেশ বাণিজ্য
স্টার ডিজিটাল গ্রাফিক্স

বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলকে স্বাগত জানিয়েছে জাপান।

আজ বুধবার ঢাকায় জাপান দূতাবাসের এক বিবৃতিতে বলা হয়, নির্বাচনে কিছু অনিয়মের অভিযোগ পাওয়া গেলেও, জাপান স্বাগত জানায় যে সামগ্রিকভাবে নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে।

এতে বলা হয়, বাংলাদেশে জাপানের সাবেক রাষ্ট্রদূত ওয়াতানাবে মাসাতোর নেতৃত্বে একটি পর্যবেক্ষক দল নির্বাচন পর্যবেক্ষণ করেছে।

এই দলে জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয় ও বাংলাদেশে জাপান দূতাবাসের কর্মকর্তাদের পাশাপাশি বাইরের একজন বিশেষজ্ঞও ছিলেন।

বিবৃতিতে বলা হয়, নির্বাচন যথাযথ প্রক্রিয়া মেনে পরিচালিত হয়েছে বলে পর্যবেক্ষণে দেখা গেছে। 

তবে নির্বাচনের আগে হতাহতসহ কিছু সহিংসতার ঘটনায় দুঃখ প্রকাশ করেছে জাপান।

বিবৃতিতে আরও বলা হয়, জাপান আশা করে যে, দেশটির কৌশলগত অংশীদার বাংলাদেশ গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে আরও অগ্রগতি অর্জন করবে। 

বাংলাদেশের উন্নয়ন ও সমৃদ্ধিতে এবং দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়নে সহযোগিতা অব্যাহত রাখারও আশা প্রকাশ করেছে জাপান।

Comments

The Daily Star  | English

764 retired officials recommended for promotion by review committee

The committee's report was submitted to Chief Adviser Professor Muhammad Yunus this morning

11m ago