‘ক্রসফায়ারের মতো প্রতিটি নাশকতায় একই কাল্পনিক গল্প বলছে সরকার’

রুহুল কবির রিজভী। ছবি: সংগৃহীত

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ক্রসফায়ারের কাল্পনিক গল্পের মতো প্রতিটি নাশকতার ঘটনায় একই গল্প তৈরি করছে সরকারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

আজ শনিবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপির এই সিনিয়র নেতা এ মন্তব্য করেন।

গতরাতে ঢাকায় বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুনের ঘটনার উল্লেখ করে রিজভী বলেন, 'এ ঘটনায় নৃশংস হতাহতের খবরের পরেই বিএনপির পক্ষ থেকে জাতিসংঘের মাধ্যমে আন্তর্জাতিকভাবে তদন্তের আহ্বান জানিয়েছি। প্রকৃত দোষীদের আটক ও শাস্তি দাবি করছি। ইতোমধ্যে রেলওয়ে তদন্ত কমিটি করেছে। কিন্তু ঘটনার তদন্ত হওয়ার আগেই ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান আজ এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, এ ঘটনায় নাকি বিএনপি নেতাকর্মীদের সংশ্লিষ্টতা পেয়েছে ডিবি।'

'তদন্ত হলো না, কিছু হলো না। এখানেই তো প্রমাণ পাওয়া যাচ্ছে এই অমানবিক নৃশংস ঘটনার পেছনে কারা দায়ী। প্রতিবারই একই ঘটনা ঘটানো হয়। ঘটনা ঘটেছে ৯টার দিকে। আর যাদের নাম বলা হয়েছে যে, এদের কাছ থেকে তথ্য পেয়েছে, তাদর মধ্যে স্বপন ও দেলোয়ারকে সাড়ে ৬টার সময় গ্রেপ্তার করা হয়েছে, সাড়ে ৭টায় গ্রেপ্তার করা হয় মনসুরকে। কিন্তু ৯টার সময় যে আগুনের ঘটনা ঘটল, তাহলে এত নিরাপত্তার চাদরের মধ্যে পুলিশ টের পেল না এই নাশকতার তথ্য? এতে বোঝা যায় এটা যে পূর্বপরিকল্পিতভাবে ঘটানো হয়েছে,' বলেন তিনি।

বিএনপির এই সিনিয়র নেতা বলেন, 'ক্রসফায়ারের কাল্পনিক গল্পের মতো প্রতিটি নাশকতার ঘটনায় একই গল্প তৈরি থাকে। প্রতিটি নাশকতার ঘটনার পর বিএনপির ওপর দোষ চাপানো আওয়ামী লীগ ও পুলিশের মজ্জাগত হয়ে দাঁড়িয়েছে, যেন বিএনপিকে আন্তর্জাতিক অঙ্গনে সহিংস দল হিসেবে দেখাতে পারে। এটাও তাদের একটা চালাকি পরিকল্পিত কৌশল। কিন্তু সারা পৃথিবীর সবাই এখন জানে যে বাসে-ট্রেনে আগুন দেওয়ার মূল হোতা আওয়ামী লীগ।'

নাশকতার অভিযোগে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম-মহাসচিব নবী উল্লাহ নবীকে গ্রেপ্তারের প্রসঙ্গ তুলে তিনি বলেন, 'রাতে ট্রেনে আগুনের পর তারা এখন নানা কাহিনী সাজাচ্ছে, নাটক তৈরি করছে। এই গালগল্প করার জন্য এখন তারা বিএনপি নেতাদের আটক করে কনফেশন করাচ্ছে। জুলুমের ভয় দেখিয়ে এগুলো করা হচ্ছে।'

'সরকারের তদন্তের ওপর জনগণের ন্যূনতম বিশ্বাস নেই' মন্তব্য করে রিজভী বলেন, 'সরকারের তদন্তের টার্গেট থাকে বিএনপিকে দোষী বানানো। আমরা বিভিন্ন সূত্র থেকে খবর পেয়েছি যে বিভিন্ন গণমাধ্যমের ওপর চাপ দেওয়া হচ্ছে যেন, নির্বাচনের কোনো অনিয়ম-কারচুপি-ভয়ভীতির খবর যেন প্রকাশ না করে।'

তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে দেশটাকে জ্বলন্ত আগ্নেয়গিরি বানিয়ে ফেলেছে। এই স্বৈরাচার সরকার দেশের জনগণকে নিয়ে পৈশাচিক খেলায় মেতে উঠেছে।' 

'আরও একটি একতরফা পাতানো নির্বাচন হতে যাচ্ছে। আওয়ামী লীগ সরকার গত ১৫ বছরের মতো ক্ষমতায় থাকতে আবারও এক বিপজ্জনক খেলার আয়োজন করেছে। আবারও প্রতারণার জাল বিছানো হয়েছে,' বলেন রিজভী।

চলমান নির্বাচনী সহিংসতার উল্লেখ করে তিনি বলেন, 'এই যে প্রতিদিন নিজেরা নিজেরা মারামারি করে হত্যাকাণ্ড ঘটাচ্ছে, জীবনহানি ঘটছে, এগুলোর বিষয়ে পুলিশ কিছু বলে না কেন। এই হানাহানির মদদ কে দিচ্ছে?'

Comments

The Daily Star  | English

Nowfel gained from illegal tobacco trade

Former education minister Mohibul Hassan Chowdhury Nowfel received at least Tk 3 crore from a tobacco company, known for years for illegal cigarette production and marketing including some counterfeit foreign brands. 

2h ago