নির্বাচন নিয়ে সরকার সঠিক পথেই এগোচ্ছে: মির্জা ফখরুল

গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: ভিডিও থেকে নেওয়া

নির্বাচন নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার সঠিক পথেই এগোচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ বুধবার দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

গতকাল রাতে বিএনপিসহ চারটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে বসেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। ওই বৈঠকে প্রধান উপদেষ্টার সঙ্গে কী আলাপ হয়েছে—সাংবাদিকদের পক্ষ থেকে তা জানতে চাওয়া হয়েছিল।

উত্তরে বিএনপি মহাসচিব বলেন, 'প্রধান উপদেষ্টা হঠাৎ করেই আমাদের ডেকেছিলেন। ডাকেন মাঝে মাঝে যখন সরকারের ক্রাইসিস তৈরি হয়। আমরা যাই কারণ আমরা প্রতিশ্রুতিবদ্ধ—এই সরকারকে সহযোগিতা করব, গণতন্ত্রে উত্তরণের জন্য যা কিছু করা দরকার করব। তবে আমরা মনে করি, এই মতবিনিময়টা আরও ঘনঘন হলে ভালো হতো।'

মাইলস্টোনে বিমান দুর্ঘটনার প্রসঙ্গ টেনে মির্জা ফখরুল বলেন, 'কালকে (সোমবার) যেটা হয়েছে, একটি বিমান দুর্ঘটনাকে কেন্দ্র করে অনেক কচি প্রাণ গেছে। আমি নিজেও দেখতে গিয়েছিলাম। আমরা দুঃখপ্রকাশ করেছি, শোক জানিয়েছি। উদ্ভূত পরিস্থিতিতে গতকাল মাইলস্টোন স্কুলে দুই উপদেষ্টাকে অবরুদ্ধ করা হয়েছিল।'

'আবার পরীক্ষা-সংক্রান্ত জটিলতায় সচিবালয়ে ছাত্ররা ঢুকে পড়ে, যেটা সবার কাছে মনে হয়েছে এটা প্রশাসনিক জটিলতা সৃষ্টি হয়েছে। কয়েকদিন আগে গোপালগঞ্জে ফ্যাসিস্ট শক্তির লোকজন যে পরিস্থিতি সৃষ্টি করেছিল, তাদের উত্থানের নমুনা মনে হয়েছিল', বলেন তিনি।

বিএনপি মহাসচিব বলেন, 'এটার জন্য উনি (প্রধান উপদেষ্টা) বলেছেন, রাজনৈতিক দলগুলো ফ্যাসিস্টদের বিরুদ্ধে আন্দোলন করেছিল, তাদের সবার সঙ্গে আলোচনার জন্য তিনি ডেকেছেন। আমরা সেখানে আলোচনা করেছি। নির্বাচন প্রক্রিয়াকে দ্রুত ত্বরান্বিত করা, উনার যে প্রতিশ্রুতি—ফেব্রুয়ারি-মার্চ মাঝামাঝি সময়ে যে নির্বাচন হবে, আমরা মনে করি সে ব্যবস্থা নেওয়া উচিত। তিনি বলেছেন সে ব্যবস্থা নেবেন।'

সরকার কি নির্বাচন নিয়ে সঠিক পথে এগোচ্ছে?— এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, 'আমি তো দেখছি এগোচ্ছে।'

অন্তর্বর্তীকালীন সরকারের সীমাবদ্ধতা প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, 'এই সরকারের ত্রুটি থাকবে স্বাভাবিক। তবে এই দুর্বলতাকে বড় করে না দেখে তাদের সদিচ্ছাকে বড় করে দেখা উচিত। নির্বাচন নিয়ে সরকারের আন্তরিকতার ঘাটতি দেখছি না।'

দলীয় প্রধান একইসঙ্গে সরকারপ্রধান বা প্রধানমন্ত্রী হতে পারবেন না—এমন একটি প্রস্তাব জাতীয় ঐকমত্য কমিশন দিয়েছে। এ প্রস্তাবের ব্যাপারে আপনাদের অবস্থান কী?— এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, 'এটা তো তাদের প্রস্তাব। এ প্রস্তাবের পক্ষে, বিপক্ষে রাজনৈতিক দলগুলো মত দিচ্ছে। সবার মতামতই শুনতে হবে। এটাই তো গণতন্ত্রের মূল কথা। সব ফুল ফুটতে দাও— এটাই তো গণতন্ত্র।'

মাইলস্টোনের দুর্ঘটনায় কোনো ষড়যন্ত্র আছে কি না?— এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, 'আমি এখানে কোনো ষড়যন্ত্র দেখছি না। এটা স্রেফ দুর্ঘটনা। আমি এ বিষয়ে এক্সপার্ট নই, তবে এটা নিছক দুর্ঘটনা ছাড়া আর কিছু মনে হচ্ছে না। নিকট অতীতেও এ ধরনের দুর্ঘটনা বাংলাদেশে ঘটেছে।'

দুর্ঘটনার পর সরকারের কোনো গাফিলতি ছিল কি না— এমন প্রশ্নের জবাবে বিএনপির এই নেতা বলেন, 'সরকারের কোনো গাফিলতি ছিল না, তবে অভিজ্ঞতার অভাব ছিল। তারা তো কখনো রাষ্ট্র পরিচালনা করেনি, সবাই অনভিজ্ঞ। এই আমরা যেমন রাষ্ট্র পরিচালনা করেছি, আমাদের অভিজ্ঞতা আছে, সেই অভিজ্ঞতা তাদের নেই।'

'আরেকটা সমস্যা হলো ইগো। তারা কোনো বিষয় আমাদের সঙ্গে আলোচনা করেন না। আমাদের কাছ থেকে কোনো পরামর্শ নেন না। এটা ইগোর কারণে হয়ে থাকতে পারে', বলেন তিনি।

সাম্প্রতিক সময়ের বিশৃঙ্খলা নির্বাচন বানচালের চেষ্টা কি না— এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, 'কিছু কিছু বিশৃঙ্খলা ঘটছে। এখানে নিশ্চয়ই ফ্যাসিস্টরা সমস্যা তৈরির চেষ্টা করছে।'

Comments

The Daily Star  | English
Milestone Jet crash

Milestone tragedy: 13 fighting for life in ICUs

Thirteen people, mostly children, were fighting for their lives in Intensive Care Units (ICUs) of hospitals yesterday, three days after a jet crashed into Milestone School & College in Uttara’s Diabari.

7h ago