বেনাপোল এক্সপ্রেস ট্রেনের আগুনে নিহত ৪: র‌্যাব

রাজধানীর গোপীবাগ এলাকায় বেনাপোল এক্সপ্রেস ট্রেনে দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে কমপক্ষে চারজন নিহত হয়েছেন বলে জানিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

ঘটনাস্থলে উপস্থিত র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক খন্দকার আল মঈন সাংবাদিকদের এ তথ্য জানান।

আজ শুক্রবার রাত ১০টা ২০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলে দ্য ডেইলি স্টারকে জানান ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের উপ-সহকারী পরিচালক মো. শাহজাহান শিকদার।

এর আগে, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কন্ট্রোল রুমের ডিউটি অফিসার ফরহাদুজ্জামান ডেইলি স্টারকে বলেন, 'আজ শুক্রবার রাত ৯টা ৫ মিনিটের দিকে দুর্বৃত্তরা বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুন দেয়।'

ঢাকাগামী বেনাপোল এক্সপ্রেস ট্রেনের কমপক্ষে চারটি কামরায় আগুন ছড়িয়ে পড়ে বলে জানা যায়। ঘটনাস্থলে এখনো উদ্ধার তৎপরতা চালাচ্ছেন ফায়ার সার্ভিস ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

 

Comments