গোপীবাগে ট্রেনে আগুন: নিহত ১

বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুন
বেনাপোল এক্সপ্রেস ট্রেনের আগুন নেভানোর চেষ্টা করছে ফায়ার সার্ভিস। ছবি: প্রবীর দাশ/স্টার

রাজধানীর গোপীবাগ এলাকায় বেনাপোল এক্সপ্রেস ট্রেনে দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে কমপক্ষে একজন নিহত হয়েছেন।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কন্ট্রোল রুমের ডিউটি অফিসার ফরহাদুজ্জামান বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন। 

এর আগে, ফায়ার সার্ভিসের পক্ষ থেকে তিনজন নিহতের তথ্য জানানো হয়। 

ফরহাদুজ্জামান বলেন, 'আজ শুক্রবার রাত ৯টা ৫ মিনিটের দিকে দুর্বৃত্তরা বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুন দেয়।'

আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট কাজ করে বলেও জানান তিনি।

ঢাকাগামী বেনাপোল এক্সপ্রেস ট্রেনের কমপক্ষে তিনটি কামরায় আগুন ছড়িয়ে পড়ে বলে জানা গেছে। কামরার ভেতরে অনেকেই আটকা পড়েছেন বলে আশঙ্কা করছে পুলিশ।

বর্তমানে উদ্ধার তৎপরতায় ফায়ার সার্ভিসের সঙ্গে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরাও যোগ দিয়েছেন।

রাত ১০টা ২০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানান ফরহাদুজ্জামান।

Comments