যৌন হয়রানির অভিযোগ: ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বরখাস্ত

Dhaka University logo

প্রাথমিকভাবে যৌন হয়রানির অভিযোগের সত্যতা পাওয়ায় এক শিক্ষককে অ্যাকাডেমিক সব কার্যক্রম থেকে বরখাস্ত করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন।

তদন্ত কমিটি জানিয়েছে, সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক নুরুল ইসলামের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগের প্রাথমিকভাবে সত্যতা পাওয়া গেছে।

আজ মঙ্গলবার রাতে সিন্ডিকেট সভায় তদন্ত কমিটি প্রতিবেদন জমা দেওয়ার পরে প্রশাসন ওই শিক্ষককে বরখাস্তের সিদ্ধান্ত নেয়।

সিন্ডিকেট সভা শেষে একাধিক সদস্য এ তথ্য নিশ্চিত করেছেন। তারা জানান, যৌন হয়রানি প্রতিরোধ সেলকে অধিকতর তদন্তভার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

Comments