যৌন হয়রানির মামলায় আলীকদম বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক কারাগারে

মামলার আরেক আসামি ওই স্কুলের সহকারী শিক্ষক মো. বাবলু রহমান পলাতক আছেন।
স্টার ডিজিটাল গ্রাফিক্স

বান্দরবান আলীকদমে শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে করা মামলায় আলীকদম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদিউল আলমকে (৪৮) কারাগারে পাঠিয়েছে আদালত। 

আজ বুধবার বান্দরবান জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক এ এস এম এমরান এ আদেশ দেন। 

আদালত পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) বিশ্বজিৎ সিংহ দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলার আরেক আসামি ওই স্কুলের সহকারী শিক্ষক মো. বাবলু রহমান পলাতক আছেন।

মামলার এজাহারে বলা হয়, গত ৯ মে সকালে স্কুলে যাওয়ার পর প্রধান শিক্ষক এক শিক্ষার্থীকে স্কুলের পাশে তার ঘর পরিষ্কার করার কথা বলেন ডেকে নিয়ে যান। 

ওই শিক্ষার্থী সেখানে যাওয়ার পর একপর্যায়ে প্রধান শিক্ষক বদিউল আলম তাকে যৌন হয়রানি করেন। এ ঘটনার পর ওই শিক্ষার্থীকে হুমকি ও ভয় দেখান প্রধান শিক্ষক।

পরে ৮ জুন ওই শিক্ষার্থীকে ট্রান্সফার সার্টিফিকেট দিয়ে স্কুল থেকে বের করে দেওয়া হয়। 

মেয়েটি বাবা-মাকে পুরো ঘটনা জানালে তারা স্কুলের সহকারী প্রধান শিক্ষক মো. বাবলু রহমানের কাছে জানতে চান। বাবলু রহমান সে সময় প্রধান শিক্ষকের পক্ষ নিয়ে তাদের হুমকি দেন। 

অবশেষে ওই শিক্ষার্থীর বাবা-মা থানায় এজাহার দায়ের করেন।

যোগাযোগ করা হলে আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার তবিদুর রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, 'ওই শিক্ষার্থী ও তার সহপাঠীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রধান শিক্ষক বদিউল আলমকে গ্রেপ্তার করে মামলা রুজু করে আদালতে পাঠানো হয়েছে।'

'একই অভিযোগে মামলার দ্বিতীয় আসামি সহকারী শিক্ষক মো. বাবলু রহমান পলাতক আছেন। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে,' বলেন ওসি।

Comments