প্রার্থী দেখে নয়, অপরাধ দেখে ব্যবস্থা নেওয়া হচ্ছে: ইসি রাশেদা সুলতানা

ইসি রাশেদা
শুক্রবার লালমনিরহাটে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ইসি রাশেদা। ছবি: এস দিলীপ রায়/স্টার

নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেছেন, যে প্রার্থীই অপরাধ করুক না কেন, দলমত নির্বিশেষে সবার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। প্রার্থী দেখে নয়, বরং অপরাধ দেখে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আজ শুক্রবার দুপুরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে লালমনিরহাটের নির্বাচন কর্মকর্তা ও প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইসি রাশেদা এসব কথা বলেন।

এই নির্বাচন কমিশনার বলেন, 'সব প্রার্থীই আমাদের কাছে সমান। যে প্রার্থীই নির্বাচনী আইন ভঙ্গ করবেন, আমরা তাদের বিরুদ্ধেই আইনানুগ ব্যবস্থা নেব। অভিযোগ ছোট হোক বড় হোক, সব অভিযোগই গুরুত্ব দিয়ে খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হচ্ছে।'

তিনি বলেন, 'ভোটের দিন ভোটাররা যেন নির্বিঘ্নে ভোটকেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেই পরিবেশ তৈরিতে নির্বাচন কমিশন সচেষ্ট আছে। প্রতিটি স্তরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়োজিত আছে। কোনো রকমের অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হওয়া কিংবা সুষ্ঠু ভোটের পরিবেশ বিঘ্নিত হওয়ার সুযোগ নেই।'

নির্বাচন কমিশনার রাশেদা আরও বলেন, 'একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য সংশ্লিষ্ট সব পক্ষের সহযোগিতা ও সমন্বয় প্রয়োজন। আমরা সেই সমন্বয় গড়তে সক্ষম হয়েছি এবং এটা যেন আরও দৃঢ় হয় সেদিকেই কমিশন হাঁটছে।'

প্রতিটি আসনে নির্বাচনী অনুসন্ধান কমিটি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসন নির্বাচন সুষ্ঠু করতে তৎপর আছে উল্লেখ করে তিনি বলেন, 'নির্বাচনী আচরণবিধি যেন কেউ লঙ্ঘন করতে না পারে, সেজন্য মাঠে নির্বাহী ম্যাজিস্ট্রেটরা সজাগ আছেন।'

কমিশনার রাশেদা সুলতানা প্রিজাইডিং অফিসার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং লালমনিরহাটের তিনটি আসনের প্রার্থীদের সাথে মতবিনিময় করেন। এসময় রংপুর বিভাগীয় কমিশনার হাবিবুর রহমান, জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহসহ পুলিশ, বিজিবি, র‍্যাব, আনসার ও অন্যান্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Comments

The Daily Star  | English

CA reiterates 2 possible polls timelines

Chief Adviser Prof Muhammad Yunus has once again said the next general election will likely be held in December 2025 or by mid-2026.

6h ago