৪ জানুয়ারি কূটনীতিকদের সঙ্গে বৈঠক করবে ইসি

ফেনীর ৩ আসনে জামানত হারালেন ২১ প্রার্থী
ইসির লোগো | সংগৃহীত

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশের বিভিন্ন দূতাবাস বা মিশনের প্রধান ও ইউএনডিপির আবাসিক প্রতিনিধির সঙ্গে আগামী ৪ জানুয়ারি বৈঠক করবে নির্বাচন কমিশন (ইসি।)

আজ সোমবার ইসির জনসংযোগ বিভাগের পরিচালক মো. শরিফুল আলমের সই করা চিঠি থেকে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়েছে, আগামী ৪ জানুয়ারি বিকেল ৩টায় রাজধানীর এক হোটেলে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের অগ্রগতি অবহিতকরণ সংক্রান্ত এই সভা অনুষ্ঠিত হবে।

শরিফুল আলম দ্য ডেইলি স্টারকে বলেন, বৈঠকে অবাধ ও সুষ্ঠুভাবে দ্বাদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠানের জন্য ইসি কী কী পদক্ষেপ নিয়েছে, সে বিষয়ে বিদেশি মিশনের প্রধান, আন্তর্জাতিক সংস্থার প্রধান ও বাংলাদেশে ইউএনডিপির আবাসিক প্রতিনিধিকে অবহিত করা হবে।

চিঠিতে উল্লিখিত কূটনীতিকদের আমন্ত্রণ জানাতে এবং তাদের উপস্থিতি নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য পররাষ্ট্র সচিবকে অনুরোধ করা হয়েছে।

Comments

The Daily Star  | English

You have crushed fascism, now strengthen democracy and press freedom

The Daily Star Editor Mahfuz Anam's appeal to the ‘new generation leaders’

10h ago