বাসের নিচে ঢুকে যাওয়া মোটরসাইকেলের ট্যাংক ফেটে আগুন
পাবনার ঈশ্বরদীতে মুখোমুখি সংঘর্ষের পর পুড়ে গেছে বাস ও মোটরসাইকেল। তবে এতে কোনো হতাহত হয়নি।
আজ সোমবার বিকেলে ঈশ্বরদী-লালপুর সড়কের ভাদুর বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় বাস ও মোটরসাইকেলটি সম্পূর্ণ পুড়ে যায়।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি বলেন, 'রাজশাহীর বাঘা থেকে বাসটি ঈশ্বরদীর দিকে যাচ্ছিল। পথে ভাদুর বটতলা তেলপাম্পের সামনে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বাসের নিচে ঢুকে যায়। পরে মোটরসাইকেলের ট্যাংক ফেটে আগুন ধরে যায়। সেখান থেকে আগুন ধরে যায় বাসে।'
সংঘর্ষের সঙ্গে সঙ্গে বাসের চালক-হেলপার ও যাত্রীরা দ্রুত বাস থেকে নেমে যায়।
ঈশ্বরদী ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
ওসি আরও বলেন, 'এটা কোনো নাশকতার ঘটনা নয়, দুর্ঘটনা।'
Comments