লালমনিরহাট-২

বীর মুক্তিযোদ্ধার ঘাড় মটকে দেওয়ার হুমকি সমাজকল্যাণ মন্ত্রীর

সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ ও বীর মুক্তিযোদ্ধা গোলাম মর্তুজা হানিফ। ছবি: সংগৃহীত

লালমনিরহাটে বীর মুক্তিযোদ্ধা গোলাম মর্তুজা হানিফের ঘাড় মটকে ফেলার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদের বিরুদ্ধে।

নুরুজ্জামান আহমেদ আসন্ন জাতীয় নির্বাচনে লালমনিরহাট-২ (আদিতমারী-কালীগঞ্জ) আসনে ক্ষমতাসীন দল মনোনীত নৌকার প্রার্থী।

গোলাম মর্তুজা হানিফ কালীগঞ্জ উপজেলার ভোটমারী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি।

গতকাল শনিবার রাতে কালীগঞ্জ উপজেলার চামটাহাট এলাকায় নির্বাচনী জনসভায় মন্ত্রীর দেওয়া এমন বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ জনসভায় বলেন, 'সেদিন ভুল্ল্যারহাট মিটিংয়ে গোলাম মর্তুজা হানিফ যে বাজে কথা বলেছে, তাকে সতর্ক করে দিচ্ছি; এ ধরনের বাজে কথা যদি আর কোনো দিন বলো, তোমার ঘাড় মটকে দিবো। তুমি এখনো লোক চিনো না।'

এ বিষয়ে গোলাম মর্তুজা হানিফ আজ দুপুরে দ্য ডেইলি স্টারকে বলেন, 'একজন মন্ত্রী হয়ে তিনি নির্বাচনী জনসভায় প্রকাশ্যে আমাকে হুমকি দিয়েছেন, আমার ঘাড় মটকে ফেলতে চেয়েছেন। আমি ভীত হয়ে পড়েছি, নিরাপত্তাহীনতায় ভুগছি।'

তিনি বলেন, 'প্রকাশ্যে হুমকি দেওয়ার ঘটনায় আমি থানায় জিডি করার প্রস্তুতি নিচ্ছি।'

সমাজকল্যাণ মন্ত্রীকে নিয়ে কী 'বাজে কথা' বলেছিলেন জানতে চাইলে তিনি বলেন, 'আমি শুক্রবার রাতে ভুল্ল্যারহাটে স্বতন্ত্র প্রার্থী সিরাজুল হকের নির্বাচনী জনসভায় অংশগ্রহণ করেছিলাম। সেখানে বলেছিলাম, আমি মন্ত্রী নুরুজ্জামান আহমেদের কাছে তিন লাখ টাকা পাই, তিনি এখনো এ টাকা পরিশোধ করেননি।'

তিনি বলেন, 'অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে নুরুজ্জামান আহমেদ স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন। সেই সময় তিনি আমার কাছ থেকে টাকা ধার করেছিলেন।'

'আমার চরিত্র নিয়েও মন্ত্রী প্রশ্ন তুলেছেন। এটা মিথ্যা ও বানোয়াট। আমার স্ত্রী একজন গাইনি চিকিৎসক। আমার স্ত্রীর কাছে মন্ত্রী প্রায়ই এক নারীকে পাঠাতেন চিকিৎসার জন্য। আমিও এ ব্যাপারে বিস্তারিত জানি। আমি তার চরিত্রের গোপন রহস্য ফাঁস করে দিবো,' যোগ করেন তিনি।

এসব অভিযোগের বিষয়ে মন্তব্য জানতে সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদকে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।

লালমনিরহাট-২ আসনে স্বতন্ত্র প্রার্থী সিরাজুল হক ঈগল প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সিরাজুল হক লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি।

এ ছাড়া, এ আসন থেকে জাকের পার্টির রজব আলী, স্বতন্ত্র প্রার্থী মমতাজ আলী শান্ত, জাতীয় পার্টির দেলোয়ার হোসেন, ন্যাশনাল পিপলস পার্টির শরিফুল ইসলাম ও বাংলাদেশ কংগ্রেস পার্টির দেলাব্বর হোসেন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

Comments

The Daily Star  | English

13 former BDR members walk out of jail after 16 years

Family members expressed overwhelming joy at the release, reuniting with their loved ones

14m ago