টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের সহকারি কোচ পোলার্ড

Kieron Pollard

২০২২ সালের ফেব্রুয়ারির পর আর আন্তর্জাতিক ক্রিকেটে দেখা যায়নি কাইরন পোলার্ডকে। তবে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি আসর খেলে যাচ্ছেন। এবার তাকে দেখা যাবে আন্তর্জাতিক ক্রিকেটে ভিন্ন ভূমিকায়।  আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপে থাকছেন কোচের ভূমিকায়। তাকে সহকারি কোচ হিসেবে নিয়োগ দিয়েছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি)। 

রোববার এক বিবৃতিতে ইসিবি ৩৬ পেরুনো অলরাউন্ডারকে নিয়োগ দেওয়ার কথা জানায়, 'আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপে সহকারি কোচ হিসেবে ইংল্যান্ডের পুরুষ দলে যোগ দেবেন পোলার্ড।'

ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে হতে যাওয়া বিশ্বকাপে সেখানকার কন্ডিশন সম্পর্কে ধারণা পেতেই পোলার্ডকে নেওয়া হচ্ছে বলে বিবৃতিতে আরও উল্লেখ করে ইসিবি।

২০১২ সালে ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপ জয়ে ভূমিকা রাখেন পোলার্ড। এই টি-টোয়েন্টি স্পেশালিষ্ট মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে জিতেছেন পাঁচটি আইপিএল। মুম্বাইতে এখন কোচের ভূমিকাও পালন করছেন তিনি।  কুড়ি ওভারের ক্রিকেটে বিপুল অভিজ্ঞতা থাকা পোলার্ড ইংল্যান্ডের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে মনে করে ইসিবি, '২০১২ টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের অংশ পোলার্ড। এই সংস্করণে ৬০০টির বেশি ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে তার।'

২০২২ সালে অস্ট্রেলিয়ার মাঠে দ্বিতীয়বারের মতন টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতে ইংল্যান্ড। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে তারা তাই খেলবে বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে।

Comments

The Daily Star  | English

Dhaka airport receives 2nd bomb threat

Operations at HSIA continue amid heightened security

1h ago