হিরো আলমের ওপর হামলার অভিযোগ তাঁতী লীগ নেতার বিরুদ্ধে

হিরো আলমের ওপর হামলা
কাহালু বাজার এলাকায় প্রচারণা চালাতে গেলে হিরো আলমের ওপর হামলার ঘটনা ঘটে। ছবি: ভিডিও থেকে নেওয়া

বগুড়া-৪ (নন্দীগ্রাম ও কাহালু উপজেলা) আসনে বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী আশরাফুল হোসেন আলমের (হিরো আলম) নির্বাচনী প্রচারণায় বাধা ও তার সমর্থকদের ওপর হামলার অভিযোগ উঠেছে স্থানীয় তাঁতী লীগ নেতার বিরুদ্ধে।

আজ রোববার সন্ধ্যা ৭টার দিকে কাহালু বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

প্রচারণায় বাধা ও হট্টগোলের একটি ভিডিও হিরো আলম নিজেই ফেসবুকে শেয়ার করেছেন। ভিডিওতে হিরো আলমকে গালিগালাজ করতে শোনা যায় এবং হাতাহাতি করতে দেখা যায়।

হিরো আলম
রাতে নিজ বাসায় সংবাদ সম্মেলনে কথা বলেন হিরো আলম। ছবি: সংগৃহীত

হিরো আলম দ্য ডেইলি স্টারকে বলেন, 'সন্ধ্যায় আমি কাহালু বাজারে প্রচারণা চালাচ্ছিলাম। হটাৎ করে স্থানীয় তাঁতী লীগের নেতা রমজান এসে আমাকে ধাক্কা মেরে অকথ্য ভাষায় গালিগালাজ করে। তার সঙ্গে আরও ৩-৪ জন ছেলে ছিল। তারাও আমাদের উপর চড়াও হয়।'

জানতে চাইলে বগুড়া জেলা তাঁতী লীগের দপ্তর সম্পাদক মামুনুর রশিদ ডেইলি স্টারকে বলেন, 'আমাদের কেউ হিরো আলমের সঙ্গে ঝামেলা করেনি।'

জানতে চাইলে কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা দ্য ডেইলি স্টারকে বলেন, 'শুনেছি স্থানীয় নেতা রমজান হিরো আলমের সঙ্গে খারাপ ব্যবহার করেছে। আমাদের অফিসার পাঠিয়েছি সেখানে। সেইসঙ্গে নির্বাচনী আচরণবিধি নিয়ন্ত্রণে দায়িত্বরত ম্যাজিস্ট্রেটকেও বিষয়টি জানিয়েছি।'

'কেন তার সঙ্গে খারাপ ব্যবহার করা হলো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে,' বলেন ওসি।

হামলার ঘটনায় আজ রাত ৮টায় নিজ বাড়িতে সংবাদ সম্মেলন ডেকেছেন হিরো আলম।

গতকালও নন্দীগ্রামে নির্বাচনী প্রচারণার সময় স্থানীয় আওয়ামী লীগের কর্মীরা হিরো আলমের ওপর হামলা চালায় ও মোবাইল কেড়ে নেয় বলে অভিযোগ করেছিলেন তিনি।

Comments

The Daily Star  | English

Army chief reaffirms Bangladesh’s commitment to UN peacekeeping

"As Bangladesh's senior-most peacekeeper, I feel proud and honoured to be here today"

34m ago