উত্তরের দল বলে জাতীয় পার্টি অপব্যবহারের শিকার: জি এম কাদের

রংপুর চেম্বার ভবনে ব্যবসায়ী নেতাদের সঙ্গে নির্বাচনী মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জাপা চেয়ারম্যান জি এম কাদের। ছবি: সংগৃহীত

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, রংপুর অঞ্চল সবসময় রাজনীতি ও উন্নয়ন বরাদ্দের ক্ষেত্রে বৈষম্যের শিকার।

আজ রোববার রংপুর চেম্বার ভবনে ব্যবসায়ী নেতাদের সঙ্গে নির্বাচনী মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

জি এম কাদের বলেন, 'উত্তরাঞ্চলের জেলাগুলোতে নানাভাবে বৈষম্যমূলক আচরণ করা হয়। আমাদের জাতীয় পার্টি প্রায় উত্তরের একটি দল এবং সম্ভবত সে কারণেই এটি বিভিন্নভাবে অপব্যবহারের শিকার হচ্ছে।'

তিনি বলেন, 'রংপুর সিটি করপোরেশন আয়তনে উল্লেখযোগ্য বড় হলেও অপর্যাপ্ত বরাদ্দ পায়। যা উত্তরের জেলা, বিশেষত রংপুর বিভাগের জন্য এক ধরনের বৈষম্য।'

রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, যিনি দুইবার বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন, তাকে কোনো পদ দেওয়া হয়নি বলেও মন্তব্য করেন জি এম কাদের।

তিনি বলেন, 'সংসদে এই সব উদ্বেগ উত্থাপন করা সত্ত্বেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।'

জাতীয় পার্টির চেয়ারম্যান জানান, অতীতের ব্যর্থতা সত্ত্বেও তারা হতাশ হননি। প্রয়োজনে সরকারের ওপর চাপ প্রয়োগ করে হলেও আগামীতে রংপুরের ন্যায্য দাবি আদায়সহ ভবিষ্যতে সংসদে আরও প্রভাবশালী ভূমিকা পালনের অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।

রংপুর শহরের জলাবদ্ধতার চ্যালেঞ্জের কথা স্বীকার করে জি এম কাদের শ্যামাসুন্দরী খালসহ অন্যান্য খাল খননের মতো সমাধানের প্রস্তাব করেন। তিনি নগর সম্প্রসারণ ও ভবিষ্যৎ উন্নয়ন নিশ্চিত করতে রংপুর শহরের জন্য একটি মাস্টারপ্ল্যানের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।

রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ও রংপুর মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির যৌথ উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আকবর আলী, জাতীয় পার্টির কো-চেয়ারম্যান, রংপুর মহানগর আহ্বায়ক ও জেলা সভাপতি এবং সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা।

এসময় জাতীয় পার্টির এস এম ইয়াসির আলী, আব্দুর রাজ্জাকসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

Comments

The Daily Star  | English

Finance adviser sees no impact on tax collection from NBR dissolution

His remarks came a day after the interim government issued an ordinance abolishing the NBR and creating two separate divisions under the finance ministry

2h ago