আদমজী ইপিজেডে প্যাসিফিক জিন্স গ্রুপের সাড়ে ৫ কোটি ডলার বিনিয়োগ

বেপজা, আদমজী ইপিজেড, প্যাসিফিক ডেনিমওয়্যার লিমিটেড,
গত ২১ ডিসেম্বর ঢাকার বেপজা নির্বাহী দপ্তরে প্যাসিফিক ডেনিমওয়্যার লিমিটেডের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে বেপজা। ছবি: সংগৃহীত

আদমজী ইপিজেডে একটি পোশাক কারখানা স্থাপন করতে যাচ্ছে প্যাসিফিক জিন্স গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান মেসার্স প্যাসিফিক ডেনিমওয়্যার লিমিটেড। এই পোশাক কারখানায় তারা ৫ কোটি ৪৫ লাখ ৫০ হাজার মার্কিন ডলার বিনিয়োগ করবে।

গত ২১ ডিসেম্বর ঢাকার বেপজা নির্বাহী দপ্তরে প্যাসিফিক ডেনিমওয়্যার লিমিটেডের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে বেপজা। বেপজার সদস্য (বিনিয়োগ উন্নয়ন) আলী রেজা মজিদ ও প্যাসিফিক ডেনিমওয়্যার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোহাম্মদ তানভীর চুক্তিতে স্বাক্ষর করেন।

প্রতিষ্ঠানটিতে ৭ হাজার ৯৭০ জন বাংলাদেশি নাগরিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে বেপজার বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সম্পূর্ণ দেশীয় মালিকানাধীন প্রতিষ্ঠানটি বছরে ১ কোটি ২৫ লাখ পিস লেডিস টপ, ১ কোটি ২৫ লাখ পিস নারী/পুরুষের ফরমাল ও ক্যাজুয়াল ড্রেস, ৩১ লাখ পিস ছেলে/মেয়ের ক্যাজুয়াল ড্রেস তৈরি করবে।

Comments