নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজ কবে, কোথায়, কখন?

ছবি: এএফপি

ওয়ানডে সিরিজ শেষ। এবার পালা টি-টোয়েন্টি সিরিজের দিকে মনোযোগ দেওয়ার। নিউজিল্যান্ডের মাটিতে চলমান সফরে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ।

আগামী ২৭ ডিসেম্বর শুরু হবে নিউজিল্যান্ড-বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজ। নেপিয়ারে প্রথম ম্যাচ মাঠে গড়াবে বাংলাদেশ সময় দুপুর ১২টা ১০ মিনিটে। একই সময়ে দ্বিতীয় টি-টোয়েন্টি শুরু হবে মাউন্ট মাঙ্গানুইতে। ম্যাচটি হবে ২৯ ডিসেম্বর। তৃতীয় ও শেষ টি-টোয়েন্টির ভেন্যুও মাউন্ট মাঙ্গানুই। ৩১ ডিসেম্বর অনুষ্ঠেয় খেলাটি মাঠে গড়াবে সকাল ৬টা থেকে।

গতকাল শনিবার শেষ হওয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শেষটিতে ৯ উইকেটের বিশাল ব্যবধানে জিতে গেরো খুলেছে বাংলাদেশ দল। নিউজিল্যান্ডের মাটিতে তাদের বিপক্ষে এটাই টাইগারদের প্রথম জয়। এর আগে টানা ১৮ ওয়ানডে হেরেছিল লাল-সবুজ জার্সিধারীরা। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে টি-টোয়েন্টিতেও কি এবার মিলবে আকাঙ্ক্ষিত জয়?

ওয়ানডের মতো টি-টোয়েন্টিতেও নিউজিল্যান্ডের মাটিতে বাংলাদেশ শুধু তেতো অভিজ্ঞতাই পেয়েছে। সেখানে এখন পর্যন্ত নয়টি ম্যাচ খেলে সবকটিতে হেরেছে টাইগাররা।

টি-টোয়েন্টি সিরিজের সূচি:

তারিখ ম্যাচ সময় ভেন্যু
২৭ ডিসেম্বর প্রথম টি-টোয়েন্টি দুপুর ১২টা ১০ মিনিট নেপিয়ার
২৯ ডিসেম্বর দ্বিতীয় টি-টোয়েন্টি দুপুর ১২টা ১০ মিনিট মাউন্ট মঙ্গানুই
৩১ ডিসেম্বর তৃতীয় টি-টোয়েন্টি সকাল ৬টা মাউন্ট মঙ্গানুই

বাংলাদেশের টি-টোয়েন্টি স্কোয়াড:
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), রনি তালুকদার, তাওহিদ হৃদয়, লিটন দাস, আফিফ হোসেন, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), শামিম হোসেন, শেখ মেহেদী হাসান, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ, রিশাদ হোসেন, তানভির ইসলাম।

আফগানিস্তানের বিপক্ষে সবশেষ টি-টোয়েন্টি সিরিজের দল থেকে নেই:
সাকিব আল হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ।

দলে ফিরেছেন:
তানভির ইসলাম, সৌম্য সরকার, শেখ মেহেদী হাসান।

নতুন মুখ:
তানজিম হাসান সাকিব।

Comments

The Daily Star  | English
The Indian media and Bangladesh-India relations

The Indian media and Bangladesh-India relations

The bilateral relationship must be based on a "win-win" policy, rooted in mutual respect, non-hegemony, and the pursuit of shared prosperity and deeper understanding.

13h ago