বিকল্পধারার মান্নান নির্বাচনে অংশ নিতে পারবেন না: হাইকোর্ট

আবদুল মান্নান। ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুর-৪ ও নোয়াখালী-৪ আসনে বিকল্পধারা বাংলাদেশের প্রার্থী দলের মহাসচিব মেজর (অব.) এম এ মান্নানের প্রার্থিতা বাতিলে ইসির সিদ্ধান্ত বহাল রেখেছেন হাইকোর্ট।

ঋণখেলাপির অভিযোগে মান্নানের মনোনয়ন বাতিল করেছিল রিটার্নিং কর্মকর্তা।

এ সিদ্ধান্তের বিরুদ্ধে তিনি নির্বাচন কমিশনে (ইসি) আপিল করলে সেটিও খারিজ হয়ে যায়।

ইসির সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে মান্নানের করা পৃথক দুটি রিট আজ বুধবার ও গতকাল মঙ্গলবার খারিজ করে দেন বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও বিচারপতি মো. বশির আহমেদের হাইকোর্ট বেঞ্চ।

এতে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারছেন না মান্নান।

ইসির আইনজীবী এস কে শফিক মাহমুদ দ্য ডেইলি স্টারকে বলেন, 'ঋণখেলাপি হওয়ায় মান্নানের মনোনয়নপত্র বাতিল হয়েছে।'

আবেদনের শুনানিকালে মান্নানের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মঈন ফিরোজী।

Comments