ঢাকা মহানগরীর ১৫টি আসনে ৬৪ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

ঢাকার ৭ আসনে ৩৪ প্রার্থীর মনোনয়ন বাতিল
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বাছাই | ছবি: দীপন নন্দী/স্টার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা মহানগরীর ১৫টি আসনে প্রার্থী হতে মোট ১৮৮ জন মনোনয়নপত্র দাখিল করেছিলেন। তাদের মধ্যে ৬৪ জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে।

আজ সোমবার সকাল ৯টা থেকে মনোনয়নপত্র যাচাই-বাছাই প্রক্রিয়া শুরু হয়। নানা অনিয়মের কারণে রিটার্নিং কর্মকর্তা ও ঢাকা বিভাগীয় কমিশনার সাবিরুল ইসলাম এসব মনোনয়ন বাতিল ঘোষণা করেন।

যাচাই-বাছাই শেষে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় বৈধ ও বাতিল মনোনয়নপত্রের তালিকা ঘোষণা করে।

সাবিরুল ইসলাম জানান, যাদের মনোনয়নপত্র বাতিল হয়েছে, তাদের মধ্যে ১৫ জন ঋণখেলাপি। এ ছাড়া, ২৯ জন স্বতন্ত্র প্রার্থী সব কাগজপত্র জমা দেননি এবং ২০ জন প্রার্থী নির্ধারিত ছক পূরণ ও যথাযথ কাগজপত্র দাখিল করেননি।

রিটার্নিং কর্মকর্তাদের ঘোষিত তথ্য অনুযায়ী, ঢাকা-৪ থেকে ঢাকা-১৮ পর্যন্ত ১৫টি আসনে আওয়ামী লীগের ১৫ জন প্রার্থীর মনোনয়নপত্রই বৈধ হয়েছে। এ ছাড়া, অন্যান্য রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীসহ আরও ১০৯ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

 

Comments

The Daily Star  | English

Inflation hits four-month high

Rises to over 11% for second time this year 

52m ago