আমিরাতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

nurul-alam_expat
নুরুল আলম। ছবি: সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরায় সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি নিহত হয়েছেন। তার নাম নুরুল আলম (৩৭)।

শনিবার (১৬ ডিসেম্বর) রেস্তোরাঁর খাবার পায়ে হেঁটে হোম ডেলিভারি দিতে বের হলে ফুজাইরার গোরফা বলদিয়া মার্কেটের পাশে জেবরা ক্রসিংয়ে একটি গাড়ির সঙ্গে ধাক্কা লাগলে গুরুতর আহত হন নুরুল।

পরে নুরুলকে ফুজাইরা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা অবস্থা আশঙ্কাজনক দেখে দ্রুত তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় কিছুক্ষণ পরেই তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন।

নিহত নুরুলের বাড়ি চট্টগ্রামের রাউজানে। তিনি রাউজানের মধ্যম কদলপুর ইউনিয়নের মো. ইউনুস মিয়ার ছেলে। সাত ভাই-দুই বোনের মধ্যে নুরুল আলম ছিলেন পঞ্চম।

নুরুলের ভাই মোহাম্মদ আমিনুল বলেন, ২০০৪ সালের মার্চে আমিরাতে আসেন নুরুল। তার মরদেহ বর্তমানে ফুজাইরা জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে। আমিরাতের সব আইনি প্রক্রিয়া সম্পন্ন হলে তার মরদেহ দেশে পাঠানো হবে।

Comments

The Daily Star  | English

Dengue deaths and infections double in July

The number of dengue deaths and infections in July more than doubled compared to the previous month, underscoring the growing severity of this year’s outbreak.

18h ago