প্রার্থিতা ফিরে পেতে রিটের শুনানি আগামীকাল করতে পারেন হাইকোর্ট
আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে আওয়ামী লীগের ৩ মনোনয়ন প্রত্যাশীসহ বেশ কয়েকজন প্রার্থী হাইকোর্টে পৃথক রিট আবেদন করেছেন।
নির্বাচন কমিশনের মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে সম্প্রতি তারা আইনজীবীদের মাধ্যমে হাইকোর্টে আবেদন করেছেন।
আবেদনকারীরা হলেন-আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শামীম হক (ফরিদপুর-৩), শাম্মী আহমেদ (বরিশাল-৪), এনামুল হক বাবুল (যশোর-৪), স্বতন্ত্র প্রার্থী সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ (বরিশাল-৫), এবং বিকল্পধারা বাংলাদেশের প্রার্থী মেজর (অব.) আবদুল মান্নান (লক্ষ্মীপুর-৪ ও নোয়াখালী-৪)।
দ্বৈত নাগরিকত্ব, ঋণখেলাপিসহ বিভিন্ন অভিযোগে তাদের মনোনয়নপত্র বাতিল হয়।
আবেদনে তারা ইসির সিদ্ধান্ত স্থগিত করে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার অনুমতি চেয়েছেন।
আগামীকাল সোমবার হাইকোর্টে এসব আবেদনের শুনানি হতে পারে বলে আদালত সূত্রে জানা গেছে।
Comments