আপিলে প্রার্থিতা ফিরে পেলেন আরও ২৮ জন
নির্বাচনের মনোনয়নপত্র বাছাইয়ে প্রাথমিকভাবে প্রার্থিতা বাতিল হওয়া আরও ২৮ প্রার্থীর মনোনয়ন বৈধ হয়েছে।
আজ সোমবার প্রার্থীদের আপিল শুনানির দ্বিতীয় দিনের প্রথমার্ধে নির্বাচন কমিশন (ইসি) মোট ৫৯টি আপিল নিষ্পত্তি করে।
এর মধ্যে, ২৮ জন প্রার্থী প্রার্থিতা ফিরে পেয়েছেন।
ইসি সূত্র জানায়, রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে ২৯ প্রার্থীর আপিল খারিজ করা হয়েছে।
৫টি আপিলের সিদ্ধান্ত আপাতত মুলতবি আছে।
গতকাল শুনানির প্রথম দিনে প্রার্থিতা ফিরে পান ৫৬ প্রার্থী। প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বে নির্বাচন কমিশনাররা এদিন মোট ৯৪টি আপিলের শুনানি করেন।
এবারের মনোনয়ন বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে মোট ৫৫৮টি আপিল করেন প্রার্থীরা।
আপিলের ওপর শুনানি চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত।
Comments