ডলারের দাম ২৫ পয়সা কমল, রোববার থেকে কার্যকর

আজকের ডলারের দাম
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) চার দশমিক সাত বিলিয়ন ডলারের ঋণের দ্বিতীয় কিস্তি অনুমোদনের পর দেশের ব্যাংকগুলো ডলার কেনা-বেচায় ২৫ পয়সা কমানোর সিদ্ধান্ত নিয়েছে।

গত তিন সপ্তাহের মধ্যে তৃতীয়বারের মতো ব্যাংকগুলো ডলারের বিপরীতে টাকার বিনিময় হার বাড়িয়েছে। গত দুই বছরের মধ্যে টাকার বিপরীতে ডলারের দাম প্রায় ৩০ শতাংশ বেড়ে যেতে দেখা যায়।

বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলার্স অ্যাসোসিয়েশনের (বাফেদা) চেয়ারম্যান আফজাল করিম দ্য ডেইলি স্টারকে বলেন, 'এখন ব্যাংকগুলো রপ্তানিকারকদের কাছ থেকে ১০৯ টাকা ৫০ পয়সায় ডলার কিনে ১১০ টাকায় বিক্রি করবে।'

বাফেদা ও অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশের (এবিবি) ভার্চুয়াল সভা শেষে তিনি এ কথা জানান। আগামী রোববার থেকে এই নতুন হার কার্যকর হবে বলেও জানান তিনি।

গতকাল আইএমএফ বাংলাদেশের জন্য ঋণের দ্বিতীয় কিস্তিতে ৬৮৯ মিলিয়ন ডলার অনুমোদন করে। প্রথম কিস্তিতে গত ২ ফেব্রুয়ারি ৪৪৭ দশমিক আট মিলিয়ন ডলার ছাড় দেয় সংস্থাটি।

Comments

The Daily Star  | English

Air Force F7 jet crashes in Dhaka’s Diabari

A senior official at Hazrat Shahjalal International Airport confirmed the incident

11m ago