খোলাবাজারে ডলারের দাম বেড়ে ১২৫ টাকা
বাংলাদেশ ব্যাংক ক্রলিং পেগ পদ্ধতি চালুর পরদিনেই খোলাবাজারে মার্কিন ডলারের দাম ১২৫ টাকা পর্যন্ত উঠেছে।
আজ বৃহস্পতিবার ঢাকার মতিঝিলে বিভিন্ন মানি এক্সচেঞ্জে দেখা গেছে, প্রতি মার্কিন ডলার গতকালের ১১৭ টাকা ২ পয়সার চেয়ে প্রায় ৭ টাকা বেশি দামে বিক্রি হচ্ছে।
এর আগে, গতকাল কেন্দ্রীয় ব্যাংক ডলারের বিনিময় হার সাত টাকা বাড়িয়ে ১১৭ টাকা করে। এতে ডলারের বিপরীতে টাকার একদিনে সর্বোচ্চ দরপতন হয়।
সুগন্দা মানি চেঞ্জারের মালিক মোস্তফা আহমেদ দ্য ডেইলি স্টারকে বলেন, ভবিষ্যতে আরও দাম বাড়তে পারে এই ধারণা থেকে মানুষ ডলার কেনার হার বাড়িয়েছে, তাই মার্কিন ডলারের দাম বেড়েছে।
'সরকার দাম বাড়ানোর একদিনের মাথায় খোলাবাজারে ডলারের দাম বেড়েছে সাত টাকা,' যোগ করেন তিনি।
মতিঝিলের আরেক মানি চেঞ্জার হেলাল উদ্দিন বলেন, তিনি বাড়তি দামে ডলারের লেনদেন বন্ধ করে দিয়েছেন।
তার ভাষ্য, 'আমরা যদি বেশি দামে ডলারে কেনাবেচা করি, তাহলে আইনশৃঙ্খলা বাহিনী আমাদের জরিমানা করবে।'
তবে শুধু খোলাবাজারে নয় ব্যাংকগুলোও ঋণপত্র (এলসি) খোলার ক্ষেত্রে ডলারের দাম বাড়িয়েছে। ক্রলিং পেগ চালুর আগে ঋণপত্র খুলতে ডলারের দাম ছিল ১১০ টাকা, তবে ব্যাংকগুলো ১১৪-১১৫ টাকার মধ্যে চার্জ নিত।
আবার কোনো কোনো ব্যাংক আগের চেয়ে ৩ থেকে ৪ টাকা সুদের হার বাড়িয়েছে বলেও সংশ্লিষ্টরা জানিয়েছেন।
Comments