জিরোনার কাছে হেরে রক্ষণ বিভাগের দায় দিচ্ছেন বার্সা কোচ
সবাইকে যেন তাক লাগিয়ে দিল জিরোনা। প্রথমবারের মতন লা লিগার ম্যাচে জায়ান্ট বার্সেলোনাকে তাদেরই মাঠে হারিয়ে দিল তারা। ৬ গোলের জমজমাট লড়াইয়ে হারের পর দলের রক্ষণ বিভাগকে দায় দিচ্ছেন বার্সা কোচ জাভি হার্নান্দেজ।
রোববার রাতে অলিম্পিক স্টেডিয়ামে ৪-২ গোলে বার্সাকে হারিয়ে দেয় জিরোনা। পুঁচকে দলের তকমা সরিয়ে ফের পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেছে তারা।
আর্তেম দভবিক দ্বাদশ মিনিটে জিরোনাকে এগিয়ে নেওয়ার পর ১৯তম মিনিটে সমতা আনেন রবার্ত লেভানদোভস্কি। বিরতির আগেই মিগেল গুতিয়েরেজ আবার এগিয়ে দেন সফরকারীদের। ৮০তম মিনিটে ভালেরি ফার্নান্দেজের গোলে ব্যবধান আরও বাড়ায় জিরোনা।
দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে ইলকাই গুন্দোয়ান ব্যবধান কমিয়ে উত্তেজনা তৈরি করলেও খানিক পর ক্রিস্তিয়ান স্তুয়ানি স্তব্ধ করে দেন স্বাগতিকদের গ্যালারি।
ম্যাচ শেষে বিমর্ষ কোচ জাভি গণমাধ্যমে প্রতিক্রিয়া জানাতে গিয়ে প্রতিপক্ষের ট্রানজেশনিং ফুটবলের কাছে অসহায়ত্বের কথা স্বীকার করেন, 'আমরা ভালোভাবে রক্ষণ সামলাতে পারিনি। তারা অনেক প্রতি আক্রমণ করেছে দ্রুতগতিতে। আমরা রক্ষণে অনেক ভুগেছি। প্রয়োগের দিক থেকে আমরা অনেক পিছিয়ে ছিলাম। জিরোনা অনেক বেশি কার্যকর ফুটবল খেলেছে।'
বার্সাকে হারিয়ে ১৬ ম্যাচে ১৩ জয় ও ২ ড্রয়ে জিরোনার পয়েন্ট এখন ৪১। সমান ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে আসরের সফলতম ক্লাব রিয়াল মাদ্রিদ নেমে গেছে দুইয়ে। জিরোনা এবার লিগে একটাই ম্যাচ কেবল হেরেছে, সেটা রিয়ালের কাছে।
১৬ ম্যাচে ৩৪ পয়েন্ট পাওয়া বার্সেলোনা আছে পয়েন্ট টেবিলের চারে। এক ম্যাচ কম খেলে সমান পয়েন্ট হলেও গোল পার্থক্যে এগিয়ে থাকা অ্যাতলেতিকো মাদ্রিদ আছে চারে।
Comments