বার্সা ভেবেছিল চাপ দিয়ে কাজ হয়ে যাবে: ইনাকি

অ্যাথলেটিক বিলবাওয়ের নতুন অধিনায়ক হিসেবে প্রথমবারের মতো গণমাধ্যমের সামনে আসেন ইন্যাকি উইলিয়ামস। সদ্য অবসর নেওয়া ওসকার দে মার্কোসের জায়গায় তিনি এই দায়িত্ব পেয়েছেন। তবে সংবাদ সম্মেলনের মূল আলোচ্য হয়ে ওঠে তার ছোট ভাই নিকো উইলিয়ামস।

নিকো উইলিয়ামসের জন্য বার্সেলোনা থেকে শুরু করে ইউরোপের শীর্ষ ক্লাবগুলোর আগ্রহ ছিল। সামাজিক চাপ, মিডিয়া হস্তক্ষেপ—সবই উঠে আসে ইনাকির মুখে। তিনি সরাসরি অভিযোগ তোলেন একটি উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণার বিরুদ্ধে, যা তার ভাইয়ের ব্যক্তিগত সিদ্ধান্তকে কলুষিত করেছে।

বার্সেলোনার প্রতি একরকম অভিযোগ করেই ইনাকি বলেন, 'ফুটবলের জগৎটা কেমন, সেটা আমরা জানি। তারা যে মিডিয়া ক্যাম্পেইন চালিয়েছে, সেটা ছিল সমর্থকদের ওপর চাপ তৈরি করার কৌশলমাত্র, যেটা তাদের পক্ষে কাজ করবে—তেমনটাই তারা ভেবেছিল।'

নিজ ক্লাব অ্যাথলেটিক বিলবাওয়ের সঙ্গে বার্সেলোনার পার্থক্য তুলে ধরে তিনি বলেন, 'আমরা যখন কাউকে চাই, সেটা নিভৃতে, শালীনভাবে করি। বাইরের এই হইচই অনেক ক্ষতি করেছে, অনেক সত্যকে কলুষিত করেছে। যেগুলো ফাঁস হয়েছে, সেগুলোর বেশিরভাগই মিথ্যা। নিকো আগেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল, কিন্তু ২০৩৫ সাল পর্যন্ত দীর্ঘমেয়াদি একটি চুক্তি তৈরি করতে হয়েছিল। এমন কিছু এক রাতেই প্রকাশ করা সম্ভব নয়।'

এই প্রচারণার ফলাফল ব্যাখ্যা করতে গিয়ে ইনাকি বলেন, 'নিকোর নামে আঁকা মুরাল দু'বার বিকৃত করা হয়েছে, এমনকি গাড়ির কাচও ভাঙা হয়েছে। এ ধরণের অনেক বিষয় আছে, যেগুলো মানুষ জানেই না। অথচ সোফায় বসে সহজেই প্রশ্ন তোলে, "এটা কেন করছ?" কিন্তু আমার ভাইয়ের কষ্ট দেখা খুব কঠিন ছিল।'

শুধু বার্সা নয়, আরও অনেক ক্লাবই নিকোকে দলে নিতে আগ্রহ দেখিয়েছিল বলে জানান তিনি, 'এটা আমার কাছে অবাক লাগেনি। নিকোর রিলিজ ক্লজ খুব কম, সহজলভ্যও। বড় দলগুলোর কাছে সে যেন প্রিয় মুখ হয়ে উঠেছিল। প্রচণ্ড মিডিয়া চাপ, শোরগোল আর বিশৃঙ্খলার মধ্য দিয়ে যেতে হয়েছে।'

পরিবারের জন্য সময়টা খুব কঠিন ছিল না বলেই দাবি ইনাকির, 'গ্রীষ্মজুড়ে আমার ভাইকে নিয়ে অনেক কথা হয়েছে, যেগুলোর বেশিরভাগই ছিল মিথ্যা। অথচ সে পুরো সময়টাই চুপ থেকেছে। প্রত্যেকেরই নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবার অধিকার আছে। এই সময়ে অনেকেই ন্যায্য আচরণ করেনি নিকোর সঙ্গে।'

'তার সামনে অনেক উচ্চমানের প্রস্তাব ছিল। শেষ পর্যন্ত সে তার হৃদয় আর উচ্চাকাঙ্ক্ষার কথা ভেবে সেরা সিদ্ধান্তটাই নিয়েছে। সহজ পথ ছিল বড় কোনো ক্লাবে গিয়ে প্রিমিয়ার লিগ, বুন্দেসলিগা কিংবা লা লিগায় খেলা। কিন্তু সে অ্যাথলেটিকেই থেকে গেল, ভাইয়ের সঙ্গে খেলবে এবং হয়তো এখানেই একটি ঐতিহ্য গড়ে তুলবে।,' যোগ করেন তিনি।

Comments

The Daily Star  | English

BB keeps policy rate unchanged 

BB said the 10 percent policy rate would remain in place for the July-December period

1h ago