খাগড়াছড়িতে ট্রাকে আগুন, ৬ দিন পর দগ্ধ হেলপারের মৃত্যু

খাগড়াছড়ি
স্টার অনলাইন গ্রাফিক্স

বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা অবরোধের মধ্যে খাগড়াছড়ির গুইমারায় সরকারি চালভর্তি ট্রাকে দুর্বৃত্তদের দেওয়া আগুনে দগ্ধ হেলপার বেলাল হোসেন (৩৫) মারা গেছেন।

তিনি আজ শনিবার বিকেল ৩টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মারা যান। গত ২৬ নভেম্বর রাতে ট্রাকে দগ্ধ হয়েছিলেন তিনি।

বেলালের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডা. তরিকুল ইসলাম। তিনি জানান, বেলালের শরীরে ৮০ শতাংশ দগ্ধ হয়েছিল। তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রেখে চিকিৎসা দেওয়া হচ্ছিল।

বেলালের ছোট ভাই আবু বকর সিদ্দিক জানান, তাদের বাড়ি খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার আদর্শগ্রাম মধ্যপাড়ায়। বেলাল ট্রাকের হেলপার হিসেবে কাজ করতেন। চট্টগ্রাম থেকে ট্রাকে চাল নিয়ে মাটিরাঙ্গার তাইন্দং সরকারি খাদ্যগুদামে ফিরছিলেন তিনি। পথে গুইমারার হাফছড়ি এলাকায় রাস্তায় গাছ ফেলে দুর্বৃত্তরা ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয়। এতে বেলাল দগ্ধ হন আর ট্রাকের চালক ইসহাক মিয়া (২৮) আহত হন।

ঘটনার পর দুজনকে উদ্ধার করে প্রথমে মানিকছড়ি সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পরদিন বেলালকে ঢাকায় বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়।

Comments

The Daily Star  | English

Working to make people true source of all power: CA

He also said his government's responsibility is to bind people into a larger family

1h ago