নির্বাচনে অংশ নিচ্ছে ৩০ দল, ২৭৪১ মনোনয়ন জমা: ইসি
আগামী ৭ জানুয়ারি জাতীয় নির্বাচনে অংশ নিতে ৪৪টি নিবন্ধিত রাজনৈতিক দলের ৩০টির প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন।
আজ বৃহস্পতিবার শেষ দিন পর্যন্ত মোট ২ হাজার ৭৪১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
নির্বাচন কমিশনের (ইসি) সচিব জাহাঙ্গীর আলম আজ রাতে দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
তবে তাৎক্ষণিকভাবে তিনি ৩০ দলের নাম জানাতে পারেননি।
৩০০ আসনের প্রতিটিতে কতজন মনোনয়নপত্র দাখিল করেছেন, নির্বাচন কমিশনের এ সংক্রান্ত একটি তালিকা নিচে দেওয়া হলো:
আজ বিকেল ৪টায় মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ছিল।
মন্ত্রী-সংসদ সদস্যসহ অনেক প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে মনোনয়ন জমা দেওয়া অভিযোগ উঠেছে।
ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, ১-৪ ডিসেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর।
Comments