আগামী রোববার থেকে আবারও বিএনপির ৪৮ ঘণ্টা অবরোধ

বিএনপির মানববন্ধন
ছবি: সংগৃহীত

আগামী রোববার ও সোমবার দেশব্যাপী আবারও ৪৮ ঘণ্টার অবরোধের ঘোষণা দিয়েছে বিএনপি।

দলটির ডাকা চলমান হরতাল কর্মসূচির মধ্যেই নতুন এই ঘোষণা এলো।

আজ বৃহস্পতিবার বিকেলে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী এক ভার্চুয়াল প্রেস ব্রিফিংয়ে নতুন এই কর্মসূচির ঘোষণা দেন।

গত ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশ ঘিরে হামলা ও সংঘর্ষের পরদিন দলটি সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল পালন করে।

এরপর এক দিন বিরতি দিয়ে ৩১ অক্টোবর থেকে টানা তিন দিন অবরোধ কর্মসূচি দেওয়া হয়। এরপর শুক্র ও শনিবার বিরতি দিয়ে ৫ ও ৬ নভেম্বর অবরোধ পালন করে বিএনপি।

পরে একদিনের বিরতি দিয়ে ৮ ও ৯ নভেম্বর তৃতীয় দফায় অবরোধ দেওয়া হয়। আবারও শুক্র ও শনিবার বিরতি দিয়ে চতুর্থ দফায় ১২ ও ১৩ নভেম্বর দেশব্যাপী অবরোধ কর্মসূচি পালন করে দলটি।

একদিন বিরতি দিয়ে ১৫ ও ১৬ নভেম্বর আবারও বিএনপি অবরোধ কর্মসূচি দেয়। পরে ১৫ নভেম্বর সন্ধ্যায় নির্বাচন কমিশন সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করে। এর প্রতিবাদে ১৯ ও ২০ নভেম্বর হরতাল ডাকে বিএনপি।

হরতাল শেষে ২১ নভেম্বর বিরতি দিয়ে ২২ ও ২৩ নভেম্বর পুনরায় অবরোধ কর্মসূচি ঘোষণা করা হয়। শুক্র ও শনিবার বিরতি দিয়ে সপ্তম দফায় ২৬ ও ২৭ নভেম্বর অবরোধ কর্মসূচি পালিত হয়।

এরপর ২৮ নভেম্বর বিরতি দিয়ে অষ্টম দফায় ২৯ নভেম্বর অবরোধ এবং ৩০ নভেম্বর হরতাল পালন করে বিএনপি। হরতাল কর্মসূচি শেষ না হতেই শুক্র ও শনিবার বিরতি দিয়ে নবম দফায় রোববার থেকে ৪৮ ঘণ্টার অবরোধের ঘোষণা দিলো দলটি।

Comments

The Daily Star  | English

10 die of dengue

886 hospitalised in the last 24 hours

37m ago