‘ছাত্রলীগ জানে কীভাবে পিটাইতে হয়’

নরসিংদী ক্লাবে দলের মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগ সভাপতি আহসানুল ইসলাম রিমন। ছবি: ভিডিও থেকে নেওয়া

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হলেই পেটানোর হুমকি দিয়েছেন নরসিংদী জেলা ছাত্রলীগ সভাপতি আহসানুল ইসলাম রিমন। 

আজ বুধবার দুপুর ১২টার দিকে নরসিংদী ক্লাবে আয়োজিত দলীয় এক মতবিনিময় সভায় তিনি এই হুমকি দেন।

নরসিংদী-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য নজরুল ইসলামের নৌকা প্রতীকের বিজয়ের লক্ষে এই মতবিনিময় সভা হয়। 

জেলা আওয়ামী লীগ সভাপতি জি এম তালেব হোসেনের সভাপতিত্বে সভায় দলীয় প্রার্থী নজরুল ইসলাম, জেলা পরিষদ চেয়ারম্যান মনির হোসেন ভুঁইয়া ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আফতাব উদ্দিন ভুঁইয়াসহ দলের অনেক নেতাকর্মী এতে উপস্থিত ছিলেন।

এসময় জেলা ছাত্রলীগ সভাপতি আহসানুল ইসলাম রিমন বলেন, 'ছাত্রলীগের নেতাকর্মীরা কোনো স্বতন্ত্র-পতন্ত্র মানে না, মাইরের ওপর কোনো ওষুধ নাই। ছাত্রলীগের নেতাকর্মীরা জানে কীভাবে পিটাইতে হয়। এই সদর আসনে কোনো স্বতন্ত্র-পতন্ত্র চলবে না। স্বতন্ত্র প্রার্থীকে কীভাবে পিটাইতে হয়, সে (স্বতন্ত্র প্রার্থী কামরুজ্জামান) সেটা শিখিয়ে দিয়ে গেছেন। এই সদর আসনে কোনো এলাকায় তাদের জায়গা দেওয়া যাবে না।'

তিনি আরও বলেন, 'যারা নৌকার বিরোধী, তারা মুক্তিযুদ্ধের বিরোধী, তারা দেশবিরোধী। যারা নৌকাকে পরাজিত করতে চায়, তাদেরকে আমরা শক্ত হাতে প্রতিহত করব। যা মুখে বলেছি, তাই করব।'

জেলা ছাত্রলীগ সভাপতির এই বক্তব্য ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে এবং এর ফলে জেলায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।  ছাত্রলীগ নেতার এমন বক্তব্যে সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন এলাকাবাসী ও স্বতন্ত্র প্রার্থীরা। 

স্বতন্ত্র প্রার্থীদের অভিযোগ, রিমন মূলত জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র এবং দ্বাদশ সংসদ জাতীয় নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী কামরুজ্জামান কামরুলকে উদ্দেশ করে এ হুমকি দিয়েছেন। 

এ বিষয়ে স্বতন্ত্র প্রার্থী কামরুজ্জামান দ্য ডেইলি স্টারকে বলেন, 'যেখানে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনকে উৎসবমুখর করার জন্য নির্দেশনা দিয়েছেন, সেখানে এমন বক্তব্য সাংঘর্ষিক। আমি এ বিষয়ে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব।'

হুমকির বিষয়ে জানতে চাইলে জেলা ছাত্রলীগ সভাপতি আহসানুল ইসলাম রিমন বলেন, 'যারা নৌকার বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হবে, আমি তাদের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়েছি। নৌকাকে পাস করানোর জন্য যা যা করা দরকার তাই করব। প্রধানমন্ত্রী যে বলছেন দলীয় লোক স্বতন্ত্র প্রার্থী হতে পারবে এমন অথেনটিক কোনো নিউজ আমি দেখিনি।'

জেলা আওয়ামী লীগ সভাপতি জি এম তালেব হোসেন বলেন, 'এমন বক্তব্য আমরা সমর্থন করি না। আমরা সমঝোতায় নির্বাচন করতে চাই। নৌকার জয় ঘটাব সকলকে কাছে নিয়ে। নৌকাকে আক্রান্ত করে ডামি প্রার্থী বিজয় লাভ করুক, সেটা আমরাও চাই না, প্রধানমন্ত্রীও চান না।'

জেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি সাব্বির আহমেদ শিবলী বলেন, 'রিমনের বক্তব্যে ছাত্রলীগ নেতাকর্মীরা বিব্রতবোধ করছেন। আমরা এমন বক্তব্যের নিন্দা জানাচ্ছি। বিষয়টি কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতিকে অবহিত করা হয়েছে।'

এ বিষয়ে নরসিংদী জেলা রিটার্নিং কর্মকর্তা ড. বদিউল আলম ডেইলি স্টারকে বলেন, 'নির্বাচনী আচরণবিধি ভঙ্গ তো পরের বিষয়, স্বাভাবিকভাবে কেউ কাউকে পেটানোর হুমকি দিলেই সেটা ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য হবে। ছাত্রলীগ নেতা যে প্রার্থীকে হুমকি দিয়েছেন, তিনি যদি পুলিশের কাছে লিখিত অভিযোগ করেন, তাহলে পুলিশই প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।'

তিনি আরও বলেন, 'আমাদের নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। যদি ভুক্তভোগী প্রমাণসহ লিখিত অভিযোগ করেন, তাহলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। কেউ কোনো প্রার্থীকে হুমকি দিলে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘিত হবে। তবে আমরা এখনো কোনো অভিযোগ পাইনি।'

উল্লেখ্য, নরসিংদী-১ (সদর) আসনে আজ পর্যন্ত স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন সংগ্রহ করেছেন চারজন। এর মধ্যে রয়েছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী মোহাম্মদ আলী এবং যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র কামরুজ্জামান কামরুল।

Comments

The Daily Star  | English

Leading univs withdrawing from cluster system

Session delays, irregularities, and lack of central planning cited as reasons

11h ago