সর্বোচ্চ ভ্যাটদাতা হলো যে ৯ প্রতিষ্ঠান

সর্বোচ্চ ভ্যাটদাতা, মূল্য সংযোজন কর, ভ্যাট, জাতীয় রাজস্ব বোর্ড, এনবিআর,ওয়ালটন, বিকাশ, নগদ, আড়ং,
ফাইল ছবি

২০২১-২২ অর্থবছরে সর্বোচ্চ মূল্য সংযোজন কর বা ভ্যাটদাতা প্রতিষ্ঠানের নাম ঘোষণা করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। তাদের মধ্যে পাঁচটি প্রতিষ্ঠান টানা দ্বিতীয় বছর আগের অবস্থান ধরে রেখেছে।

বাংলাদেশের অন্যতম বৃহৎ বিস্কুট প্রস্ততকারক প্রতিষ্ঠান অলিম্পিক ইন্ডাস্ট্রিজ উৎপাদন ক্যাটাগরিতে সর্বোচ্চ ভ্যাট জমা দিয়েছে, এরপর আছে ইউনিমেড ইউনিহেলথ ফার্মাসিউটিক্যালস লিমিটেড ও জেনারেল ফার্মাসিউটিক্যালস লিমিটেড।

গত অর্থবছরেও সর্বোচ্চ ভ্যাটদাতা ছিল অলিম্পিক ইন্ডাস্ট্রিজ।

ব্যবসা ক্যাটাগরিতে দেশীয় কনজ্যুমার ইলেকট্রনিক্স নির্মাতা প্রতিষ্ঠান ওয়ালটন ও সুপারমার্কেট চেইন ইউনিমার্ট দ্বিতীয় বারের মতো রাষ্ট্রীয় কোষাগারে সবচেয়ে বেশি ভ্যাট জমা দিয়েছে। ২০২১-২২ অর্থবছরে তৃতীয় সর্বোচ্চ ভ্যাটদাতা প্রতিষ্ঠান হিসেবে জায়গা পেয়েছে অটোমোটিভ ব্যাটারি ও সোলার ইনভার্টার নির্মাতা প্রতিষ্ঠান হ্যামকো করপোরেশন।

২০২০-২১ অর্থবছরেও ঢাকা জেলার অন্যতম বৃহৎ ভ্যাটদাতা ছিল হ্যামকো।

সেবা ক্যাটাগরিতে সর্বোচ্চ তিনটি ভ্যাটদাতা প্রতিষ্ঠানের মধ্যে দুটি নিজেদের অবস্থান ধরে রেখেছে যথাক্রমে, দুই মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস প্রোভাইডার বিকাশ ও নগদ।

সেবা ক্যাটাগরিতে সর্বোচ্চ তিন ভ্যাটদাতা প্রতিষ্ঠানের মধ্যে আড়ংকে অন্তর্ভুক্ত করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

আরেক প্রজ্ঞাপনে জেলা পর্যায়ে সর্বোচ্চ ভ্যাটদাতা হিসেবে ১৩৮টি প্রতিষ্ঠানের নাম ঘোষণা করেছে রাজস্ব প্রশাসন।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) উৎপাদন, বাণিজ্য ও সেবা এই তিন ক্যাটাগরিতে সর্বোচ্চ ভ্যাটদাতা হিসেবে ২২টি প্রতিষ্ঠানের নাম ঘোষণা করেছে।

নীতিমালায় বলা হয়েছে, কোনো প্রতিষ্ঠান আগের অর্থবছরের চেয়ে ১০ শতাংশ বেশি ভ্যাট দিলে তারা সেরা ভ্যাট দাতার যোগ্যতা অর্জন করবে।

রাজস্ব কর্তৃপক্ষ কর্তৃক সংগৃহীত রাজস্বের সবচেয়ে বড় উৎস ভ্যাট।

২০২১-২২ অর্থবছরে সংগৃহীত মোট ২ লাখ ৯৯ হাজার ৬২০ কোটি টাকার রাজস্বের ৪০ শতাংশ ছিল ভোক্তাদের দেওয়া পরোক্ষ কর।

অর্থ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, রাজস্ব আদায়ে ভ্যাটের অংশ কিছুটা কমলেও, মোট কর রাজস্ব আদায়ের ৩ লাখ ২৭ হাজার ৬৬৭ কোটি টাকার ৩৯ শতাংশ ভ্যাট।

Comments

The Daily Star  | English

Govt to review media outlets owned by AL ministers, MPs

The adviser made these remarks during a stakeholders' meeting of the Department of Films and Publications

2h ago