নয়াটোলা থেকে ছাত্রদলের সাবেক নেতা খোকন গ্রেপ্তার

নৌকার এজেন্টের ৬ মাসের কারাদণ্ড
প্রতীকী ছবি। স্টার ডিজিটাল গ্রাফিক্স

রাজধানীর নয়াটোলা এলাকা থেকে ছাত্রদলের সাবেক সভাপতি ফজলুর রহমান খোকনকে গ্রেপ্তার করেছে হাতিরঝিল থানা পুলিশ।

মঙ্গলবার দিবাগত রাতে হাতিরঝিল থানার অফিসার ইনচার্জ (ওসি) আওলাদ হোসেন দ্য ডেইলি স্টারকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'খোকনকে ওয়্যারলেস নয়াটোলা এলাকা থেকে রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে গ্রেপ্তার করা হয়েছে।'

আওলাদ হোসেন আরও বলেন, 'তার বিরুদ্ধে একাধিক মামলা আছে।'

বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, ফজলুর রহমান খোকন হাতিরঝিলের রাস্তা দিয়ে যাওয়ার সময় স্থানীয় ছাত্রলীগ নেতাকর্মীরা তাকে গাড়ি থেকে নামিয়ে নির্যাতন করে। তারপর পুলিশের হাতে তুলে দেয়।

Comments