মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস ঢাকায়

মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস। ছবি: সংগৃহীত

ঢাকায় ফিরেছেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। ছুটি কাটিয়ে আজ সোমবার ঢাকায় ফেরেন তিনি।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একটি সূত্র জানায়, সকাল ১১টা ৫০ মিনিটে শ্রীলঙ্কান এয়ারলাইনসের একটি নিয়মিত ফ্লাইটে রাষ্ট্রদূত পিটার হাস ঢাকায় পৌঁছান।

তবে, মার্কিন রাষ্ট্রদূত কলম্বো থেকে ফিরেছেন, নাকি এটি তার ট্রানজিট পয়েন্ট ছিল তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

গণমাধ্যমের খবর অনুযায়ী, পিটার হাস শ্রীলঙ্কার কলম্বোতে ছুটি কাটাতে গত ১৬ নভেম্বর ঢাকা ত্যাগ করেন।

ঢাকা থেকে তার চলে যাওয়ার গুজবের মধ্যেই পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, কোনো রাষ্ট্রদূত বা হাইকমিশনার স্টেশন ছেড়ে যাওয়ার সময় কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে যে দেশে কর্মরত সে দেশকে জানানো একটি কূটনৈতিক প্রক্রিয়া, যা মন্ত্রণালয় জনসাধারণের সামনে প্রকাশ করে না।

যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসের ঢাকা ত্যাগের বিষয়ে তার দৃষ্টি আকর্ষণ করা হলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরিন সাংবাদিকদের বলেন, 'যখন কোনো রাষ্ট্রদূত বা হাইকমিশনার স্টেশন ছেড়ে যান, তখন তারা একটি কূটনৈতিক নোটের মাধ্যমে পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানান এবং সেই বিশেষ কূটনীতিকের অনুপস্থিতিতে কে মিশনের ভারপ্রাপ্ত প্রধান হবেন তাও উল্লেখ থাকে।'

তিনি বলেন, 'পররাষ্ট্র মন্ত্রণালয় এই তথ্য জনসমক্ষে প্রকাশ করে না।'

Comments

The Daily Star  | English

‘No room for politics under AL name, ideology’

As the interim government is going to complete its six months in office, calls for the national election are growing louder.

12h ago