২৮ অক্টোবর থেকে সারাদেশে ২০৮ অগ্নিসংযোগ: ফায়ার সার্ভিস

এক মাসে সারাদেশে ২০৮ অগ্নিসংযোগ হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। ছবি: সংগৃহীত

গত ২৮ অক্টোবর থেকে আজ রোববার সকাল ৬টা পর্যন্ত দেশে ২০৮ যানবাহন ও স্থাপনায় আগুন দেওয়া হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

আজ ফায়ার সার্ভিস এ তথ্য জানায়।

গত ২৩ নভেম্বর সন্ধ্যা ৬টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত ৩টি যানবাহনে আগুন দেওয়া হয়েছে বলেও জানানো হয়।

এর মধ্যে ঢাকা সিটিতে ১টি, কুমিল্লার দাউদকান্দিতে ১টি ও বরিশাল বিভাগে ১টি যানবাহনে আগুন দেয় দুর্বৃত্তরা। এসব ঘটনায় ২টি বাস ও ১টি ট্রাক ক্ষতিগ্রস্ত হয়।

এসব আগুন নেভাতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৬টি ইউনিট কাজ করে।

Comments

The Daily Star  | English

Nowfel gained from illegal tobacco trade

Former education minister Mohibul Hassan Chowdhoury Nowfel received at least Tk 3 crore from a tobacco company, known for years for illegal cigarette production and marketing including some counterfeit foreign brands.

3h ago