জিপিএ-৫ ও পাসের হারে এগিয়ে মেয়েরা

ফল পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। ছবিটি ঢাকার রাজউক উত্তরা মডেল কলেজ থেকে তুলেছেন দ্য ডেইলি স্টারের আলোকচিত্রী প্রবীর দাশ।

উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষা ২০২৩ এর ফলাফলে পাসের হার ও জিপিএ-৫ এর দিক থেকে ছেলেদের চেয়ে এগিয়ে আছে মেয়েরা।

প্রাপ্ত ফল অনুযায়ী, এ বছর অংশগ্রহণকারী মোট ১৩ লাখ ৫৯ হাজার ৩৪২ জন শিক্ষার্থীর মধ্যে ছাত্র ৬ লাখ ৮৮ হাজার ৮৮৭ জন ও ছাত্রী ৬ লাখ ৭০ হাজার ৪৫৫ জন।

তাদের মধ্যে ৫ লাখ ২৮ হাজার ৯১৯ জন ছাত্র এবং ৫ লাখ ৩৮ হাজার ৯৩৩ জন ছাত্রী পাস করেছে। শতকরা হারে ৭৬ দশমিক ৭৬ শতাংশ ছাত্র এবং ৮০ দশমিক ৫৭ শতাংশ ছাত্রী পাস করেছে।

দেশের ১১টি শিক্ষা বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ৯২ হাজার ৫৯৫ জন। এর মধ্যে ৪৩ হাজার ২৩০ জন ছাত্র ও ৪৯ হাজার ৩৬৫ জন ছাত্রী।

এ বছর সাধারণ ৯টি শিক্ষা বোর্ড, মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ডসহ ১১টি বোর্ডের ১৩ লাখ ৫৯ হাজার ৩৪২ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। তাদের মধ্যে ছাত্র ৬ লাখ ৮৮ হাজার ৮৮৭ জন এবং ছাত্রী ৬ লাখ ৭০ হাজার ৪৫৫ জন।

পরীক্ষার্থীদের মধ্যে পাস করেছে ১০ লাখ ৬৭ হাজার ৮৫২ জন। পাসের হার ৭৮ দশমিক ৬৪ শতাংশ। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৯২ হাজার ৫৯৫ জন।

Comments

The Daily Star  | English

Bangladesh sees window of opportunity in Trump’s trade war

US President-elect Donald Trump’s trade policies towards China and Mexico could ultimately benefit Bangladesh, according to local apparel exporters.

9h ago